অভিমান ভুলে মালাইকার বাড়িতে সালমান
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৩
অভিমান ভুলে মালাইকার বাড়িতে সালমান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নব্বই দশকের শেষের দিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বড় ভাই আরবাজ খানকে বিয়ে করেন অভিনেত্রী মালাইকা আরোরা। সুখের সংসার ছিল এই দম্পতির।


দীর্ঘ ১৯ বছর এক ছাদের নিচে কাটানোর পরে ২০১৭ সালে আচমকা বিচ্ছেদের খবর দেন মালাইকা-আরবাজ। তাদের সেই সম্পর্ক ভাঙনের পেছনে সে সময় দায়ী করা হয়, মালাইকার অন্য কারো প্রতি ঝুঁকে পড়া। এর ফলে মালাইকার সঙ্গে সালমান খানের সম্পর্কেও ভাঙন ধরে। দূরত্ব তৈরি হয়, বন্ধ হয়ে যায় কথাবার্তাও। তবে বুধবার (১১ সেপ্টেম্বর) মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর শুনে দীর্ঘ ৭ বছরের মান-অভিমান দূরে সরিয়ে মধ্যরাতে মালাইকার বাড়িতে হাজির হন সালমান খান।


মালাইকার বাবা অনিল কুলদীপ মেহতা মৃত্যুর আগে মালাইকার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন। তার পরই ফোন সুইচ অফ করে দেন।


জানা গিয়েছে, তিনি ডিপ্রেশনের রোগী ছিলেন। সে সময়ে অভিনেত্রী ছিলেন পুনেতে। বাবার মৃত্যুর খবর শুনেই ছুটে আসেন। তার আগেই সকালে সেখানে পৌঁছে যান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। সালমানের বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাক্তন পুত্রবধূর পাশে থাকতে পৌঁছে গিয়েছিলেন। তবে দেখা মেলেনি সালমানের। অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও কথা বলেছেন।


তবে বৃহস্পতিবার শেষকৃত্য হওয়ার পর মধ্যরাতে মালাইকার মায়ের ফ্ল্যাটে যান সালমান। সকাল থেকেই সেখানে কড়া পুলিশ পাহারা ছিল। তারকারা মালাইকার সঙ্গে দেখা করতে ভিড় জমিয়েছিলেন। দিনের শেষে গেলেন সালমান।


কড়া নিরাপত্তায় মালাইকার বাড়িতে প্রবেশ করেছেন সালমান। এসময়ে মালাইকার বাড়ির বাইরে সালমান ভক্ত ও পাপারাজ্জিদের ভিড় জমে যায়। বেশ গম্ভীর মুখ করেই মালাইকার বাড়িতে প্রবেশ করেছেন, পরে বের হয়ে গাড়িতে উঠে গেছেন সালমান। ভক্তদের ‘সালমান’ ধ্বনিতে বিরক্ত মনে হয়েছে তাকে।


প্রসঙ্গত, বুধবার সকালে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে মালাইকার বাবা অনিল মেহতার। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এটি আত্মহত্যা। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com