আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা : স্বস্তিকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৫
আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা : স্বস্তিকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায় নতুন সিনেমা ‘টেক্কা’র টিজার। যেখানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের। সাদামাটা চেহারায় শিষ্টাচার পালনের বার্তা দিতে দেখা যায় নায়ককে।


টিজারের শুরুতেই দেবকে বলতে শোনা যায়, ‘পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ কেউ রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।’


পাল্লা দিয়ে ঝাঁঝালো এসিপি অফিসারের চরিত্রে শাসন করতে দেখা যায় রুক্মিনীকে। অন্যদিকে টিজারে মায়ের চরিত্রে হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়েকে বাঁচানোর লড়াইয়ে আইনকে যিনি পরোয়া করেন না। দুই সাংবাদিকের চরিত্রে দেখা মিলল আরিয়ান ভৌমিক ও সৃজা দত্তকে।


টিজার প্রকাশের অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। সংবাদ সম্মেলনে নিজেদের পুরনো প্রেম নিয়ে কথা বললেন অভিনেত্রী।


যেখানে তিনি বলেন, এই ছবিতে আরও একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এ বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি, আর করব না। কিন্তু সৃজিতের ছবি বলে কথা, আর অসম্ভব সুন্দর গল্প। তাই ছবিটা যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব- আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।’


স্বস্তিকার কথায়, ‘এই ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে। পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই ছবিতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছে। আশা করি দর্শকের পছন্দ হবে।’


এ সময় জানতে চাওয়া হয় অনেক দিন পর সৃজিতের সঙ্গে কাজ করলেন। পরিচালক হিসেবে কতটা বদলেছেন? জবাবে স্বস্তিকা বলেন, ‘এখন অনেকটা ঠান্ডা হয়েছে, বয়স হয়েছে তো! বেশ কিছু দৃশ‌্যে দেখলাম নিজেই ক‌্যামেরা চালাচ্ছে, তার মানে টেকনিক‌্যালি স্ট্রং হয়েছে। ও এখন বড় ক‌্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে। তবে এখনো আগেরই মতোই হাড় জ্বালিয়েছে সৃজিত। হুটহাট সিদ্ধান্ত নেওয়ায় এক্কেবারে মাস্টার।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com