
বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা । কোনো পোস্টও দেননি তিনি । যা নিয়ে নেটিজেনদের মনে একের পর এক প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। কী হয়েছে রাশমিকার, অ্যাকাউন্ট বদলে ফেলেছেন কিনা- এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নেট দুনিয়ার বাসিন্দারা যখন হয়রান, ঠিক তখনই দেখা দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবর জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন । একই সঙ্গে সবাইকে আশ্বস্ত করেছেন এই বলে যে, দুর্ঘটনায় পড়লেও তিনি এখন সুস্থ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চশমা পরা অবস্থায় মাথা ধরে ক্যাজুয়াল লুক নিয়ে নিজের একটি ছবিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা। কেমন আছেন আপনারা? আমি এখানে আসার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে বা আমাকে জনসমক্ষে দেখা গিয়েছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘গত মাসে আমি খুব বেশি সক্রিয় ছিলাম না কারণ আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল এবং আমি সুস্থ হয়ে উঠছিলাম। ডাক্তাররা আমাকে যেমন বলেছিলেন তেমন বাড়িতেই থাকছিলাম। আমি এখন আরও ভালো আছি।’
স্বাস্থ্যকে উপেক্ষা না করার জন্য অনুরোধ করে তিনি লিখেছেন, ‘সর্বদা নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিন কারণ জীবন অত্যন্ত ভঙ্গুর এবং সংক্ষিপ্ত এবং আমরা জানি না যে আমাদের আগামীকাল থাকবে কিনা তাই প্রতিদিন সুখ বেছে নিন।’
ভক্ত-অনুরাগীরাও রাশমিকার সুস্থতা কামনা করেছেন। একজন লিখেছেন, ‘আপনি ভালো বোধ করছেন শুনে খুব খুশি হলাম। দুর্ঘটনা কঠিন হতে পারে, তবে আপনাকে এমন ইতিবাচকতা এবং শক্তি নিয়ে ফিরে আসতে দেখে খুব ভাল লাগছে।’ আরেকজনের ভাষ্য, ‘তুমি ভালো আছো শুনে খুব খুশি হয়েছি রাশমিকা।’
উল্লেখ্য, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেত্রীর বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা-২ : দ্য রুল’। এ সিনেমার প্রথম কিস্তি ‘পুষ্পা’ ভারতজুড়ে আলোড়ন তুলেছিল। দ্বিতীয় কিস্তিও দর্শকমন জয় করবে বলে অনেকের ধারণা। পাশাপাশি আগামীতে সালমান খানের ‘সিকান্দার’ এবং ‘অ্যানিম্যাল’-এর সিকুয়াল ‘অ্যানিম্যাল পার্ক’ সিনেমায় দেখা যাবে রাশমিকা মান্দানাকে।
বিবার্তা/জেনি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]