‘তুফান’ এবার ওটিটিতে!
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬
‘তুফান’ এবার ওটিটিতে!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ‘তুফান’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। দেশের চরকি আর ভারতের হইচই একসাথে মুক্তির তারিখ জানিয়েছে।


দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর নিজ নিজ ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।


১০ সেপ্টেম্বর বেলা ১১টা ১ মিনিটে চরকি ও হইচই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওটিটিতে ’তুফান’ দেখার জন্য আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের।


প্রেক্ষাগৃহে সিনেমার টিকিট পাওয়া না পাওয়ার বিভ্রান্তিতে থাকতে হবে না দর্শকদের। যেকোনো জায়গা থেকে সুবিধাজনক সময়ে দেখা যাবে সিনেমাটি। যারা চরকির সাবস্ক্রাইবার, তারা সিনেমাটি দেখতে পাবেন মুক্তির পরপরই। তবে যারা এখনও চরকি সাবস্ক্রাইব করেননি, তাদের পার করতে হবে কিছু ধাপ।


দেশ-বিদেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র ’তুফান’। ছবির প্রযোজক বলেন, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ’তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক-শ্রোতাদের। যার একটি ’লাগে উরা ধুরা’ অন্যটি ’দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুরে ’দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার করেছে।


উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষ্যে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান-নাবিলা অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও ‘তুফান’ ঝড় তোলে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’তুফান’। প্রায় সবজায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলে প্রবাসী বাঙালিরা।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com