মব জাস্টিসে লাভ শুধু হাসিনার : আশফাক নিপুণ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭
মব জাস্টিসে লাভ শুধু হাসিনার : আশফাক নিপুণ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি রাজশাহীতে সাবেক এক ছাত্রলীগ নেতা গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। তার মৃত্যুতে মব জাস্টিস নিয়ে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয়েছে।


অনেকেই নতুন বাংলাদেশে এ ধরণের বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদেরই একজন নির্মাতা আশফাক নিপুণ।


সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা বলেছেন, গণপিটুনি, সম্মিলিত হামলা বন্ধ করেন। অপরাধী হলে আইনের হাতে তুলে দেন। আইনের শাসন ছাড়া দেশে গণতন্ত্র, ন্যায়বিচার আসবে না। মব জাস্টিসে লাভ শুধু হাসিনার, মনে রাইখেন।


তার সেই স্ট্যাটাসে ভক্তরাও একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘গণপিটুনি, সম্মিলিত হামলা, মব জাস্টিস যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সত্য এবং ন্যায়ের কথা বলার জন্যও এসবের শিকার হতে পারেন ভবিষ্যতে। আবার আজকে যারা এমন করছেন, তাদের সাথেও একই ঘটনা ঘটবে না এমনটাও বলা যাচ্ছে না। বন্ধ হোক এসব।’


এর আগে মব জাস্টিস নিয়ে কথা বলেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এক স্ট্যাটাসে রাজশাহীতে ছাত্রলীগ নেতার হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন ‘রাজশাহীর ঘটনাটা মনটা দুমড়ে মুচড়ে দিলো। ছোট বাচ্চাটার দিকে কি আমরা তাকাতে পারবো? যদি তার বাবা অপরাধ করেও থাকে কে মবকে লাইসেন্স দিলো বিচার করার? মবরাজ থামান। শৃঙ্খলা আনেন। না হলে কোনো সংস্কার কাজে আসবে না।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com