ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা নেমেছে। এই আসর নিয়ে তুলনামূলক বেশিই আলোচনা হয়েছে । করোনা মহামারির সময় থেকে কিছুটা আড়ালে পড়েছিল উৎসবটি। চলচ্চিত্র উৎসবের চেনা আমেজ এই আসরে ফিরে এসেছে।
এ আসরটিতে সেরা সিনেমার পুরস্কার জিতে নিলেন পেদ্রো আলমোদোভা। তার প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য রুম নেক্সট ডোর’-এর জন্য তিনি এ পুরস্কার জিতেন।
৭ সেপ্টেম্বর, শনিবার রাতে ভেনিসের লিদো শহরে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ড থিয়েটারে এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। একই ভেন্যুতে গত ২ সেপ্টেম্বর ‘দ্য রুম নেক্সট ডোর’ দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওবেশন) জানান। ভেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওবেশনের এটি।
পুরস্কার গ্রহণ করে ৭৪ বছর বয়সী স্প্যানিশ পরিচালক আলমোদোভার বলেন, ‘দ্য রুম নেক্সট ডোর’-এর গল্পে ইউথানেশিয়া (স্বেচ্ছামৃত্যু) ও জলবায়ু পরিবর্তনের গুরুগম্ভীর আবহ ছড়িয়ে আছে। এতে জীবন, মৃত্যু ও বন্ধুত্বকে আলোকপাত করা হয়েছে । এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি মানবিক ইস্যু।
আলমোদোভারের সিনেমায় মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী আমেরিকান দুই তারকা জুলিয়ান মুর ও টিল্ডা সুইন্টন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই পুরষ্কারটি আসলেই তাদের, এটি দুই নারীর সম্পর্কের একটি চলচ্চিত্র এবং দুই নারী হলেন জুলিয়ান এবং টিলডা।
এছাড়া, ভেনিসে ‘দ্য কোয়ায়েট সন’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিনসেন্ট লিন্ডন। সেরা অভিনেত্রী হয়েছেন অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যান। ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্যই পুরস্কারটি উঠেছে তার হাতে। সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ইতালিয়ান নারী মাউরা দেলপেরো পরিচালিত ‘ভারমিগ্লিও’।
২০২৪ ভেনিস চলচ্চিত্র উৎসব জিতলেন যারা :
উল্লেখ্য, গত ২৮ আগস্ট শুরু হওয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন এই চলচ্চিত্র উৎসব শনিবার রাতে শেষ হয়েছে। এ উপলক্ষে সিনেমার আন্তর্জাতিক সেলিব্রেটিরা ভেনিসের রেড কার্পেটে ভিড় জমান।
বিবার্তা/জেনি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]