ভেনিস চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলেন যারা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১
ভেনিস চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলেন যারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা নেমেছে। এই আসর নিয়ে তুলনামূলক বেশিই আলোচনা হয়েছে । করোনা মহামারির সময় থেকে কিছুটা আড়ালে পড়েছিল উৎসবটি। চলচ্চিত্র উৎসবের চেনা আমেজ এই আসরে ফিরে এসেছে।


এ আসরটিতে সেরা সিনেমার পুরস্কার জিতে নিলেন পেদ্রো আলমোদোভা। তার প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য রুম নেক্সট ডোর’-এর জন্য তিনি এ পুরস্কার জিতেন।


৭ সেপ্টেম্বর, শনিবার রাতে ভেনিসের লিদো শহরে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ড থিয়েটারে এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। একই ভেন্যুতে গত ২ সেপ্টেম্বর ‘দ্য রুম নেক্সট ডোর’ দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওবেশন) জানান। ভেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওবেশনের এটি।


পুরস্কার গ্রহণ করে ৭৪ বছর বয়সী স্প্যানিশ পরিচালক আলমোদোভার বলেন, ‘দ্য রুম নেক্সট ডোর’-এর গল্পে ইউথানেশিয়া (স্বেচ্ছামৃত্যু) ও জলবায়ু পরিবর্তনের গুরুগম্ভীর আবহ ছড়িয়ে আছে। এতে জীবন, মৃত্যু ও বন্ধুত্বকে আলোকপাত করা হয়েছে । এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি মানবিক ইস্যু।


আলমোদোভারের সিনেমায় মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী আমেরিকান দুই তারকা জুলিয়ান মুর ও টিল্ডা সুইন্টন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই পুরষ্কারটি আসলেই তাদের, এটি দুই নারীর সম্পর্কের একটি চলচ্চিত্র এবং দুই নারী হলেন জুলিয়ান এবং টিলডা।


এছাড়া, ভেনিসে ‘দ্য কোয়ায়েট সন’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিনসেন্ট লিন্ডন। সেরা অভিনেত্রী হয়েছেন অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যান। ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’-এ অভিনয়ের জন্যই পুরস্কারটি উঠেছে তার হাতে। সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ইতালিয়ান নারী মাউরা দেলপেরো পরিচালিত ‘ভারমিগ্লিও’।


২০২৪ ভেনিস চলচ্চিত্র উৎসব জিতলেন যারা :



  • গোল্ডেন লায়ন (সেরা চলচ্চিত্র): দ্য রুম নেক্সট ডোর (পেদ্রো আলমোদোভার)

  • সিলভার লায়ন (গ্র্যান্ড জুরি প্রাইজ): ভারমিগ্লিও (মাউরা ডেলপেরো)

  • সেরা পরিচালক: ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)

  • বিশেষ জুরি পুরস্কার: এপ্রিল (দিয়া কুলুম্বেগাশভিলি)

  • সেরা চিত্রনাট্য: মুরিলো হাউসার ও হিটর লোরেগা (আই অ্যাম স্টিল হিয়ার)

  • সেরা অভিনেত্রী: নিকোল কিডম্যান (বেবিগার্ল)

  • সেরা অভিনেতা: ভিনসেন্ট লিন্ডন (দ্য কোয়ায়েট সন)

  • সেরা তরুণ অভিনেতা পুরস্কার: পল কিরশার অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেয়ার

  • সেরা চলচ্চিত্র: দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কাম (বোদগান মুরেসানু)

  • সেরা পরিচালক: সারাহ ফ্রাইডল্যান্ড (সারাহ ফ্রাইডল্যান্ড)

  • ওরিজোন্টি বিশেষ জুরি পুরস্কার: সেই দিনগুলির মধ্যে একটি যখন হেমে মারা যায় (মুরাত ফিরাতোগলু)

  • সেরা অভিনেত্রী: ক্যাথলিন শ্যালফ্যান্ট (পরিচিত স্পর্শ)

  • সেরা অভিনেতা: ফ্রান্সেসকো ঘেঘি (ফ্যামিলিয়া)

  • সেরা চিত্রনাট্য: হ্যাপি হলিডেজ (স্ক্যান্ডার কপ্টি)

  • ওরিজোন্তি সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: হু লাভস দ্য সান (আরশিয়া শাকিবা)

  • লায়ন অব দ্য ফিউচার অ্যাওয়ার্ড (প্রথম চলচ্চিত্র): পরিচিত স্পর্শ (সারাহ ফ্রিডল্যান্ড)

  • ওরিজন্তি এক্সট্রা অডিয়েন্স অ্যাওয়ার্ড: শাহেদ (দ্য উইটনেস) (নাদের সাইভার)

  • ভেনিস ক্লাসিকস (সেরা ডকুমেন্টারি): চেইন রিঅ্যাকশন (আলেকজান্দ্রে ও. ফিলিপ)

  • ভেনিস ক্লাসিকস (সেরা রিস্টোর ফিল্ম): একস বোম্বো (নান্নি মোরেত্তি)

  • ভেনিস ইমার্সিভ গ্র্যান্ড প্রাইজ: ইতো মেইকু (বরিস লাবে)

  • ভেনিস ইমার্সিভ অ্যাচিভমেন্ট প্রাইজ: ইমপালস, প্লেয়িং উইথ রিয়েলিটি (ব্যারি জিন মারফি, মে আবদাল্লা)

  • ভেনিস ইমার্সিভ স্পেশাল জুরি প্রাইজ: ওটো'স প্ল্যানেট (গুয়েনেল ফ্রাঁসোয়া)


উল্লেখ্য, গত ২৮ আগস্ট শুরু হওয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন এই চলচ্চিত্র উৎসব শনিবার রাতে শেষ হয়েছে। এ ‍উপলক্ষে সিনেমার আন্তর্জাতিক সেলিব্রেটিরা ভেনিসের রেড কার্পেটে ভিড় জমান।


বিবার্তা/জেনি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com