আমার বক্তব্যের জন্য লজ্জিত, ক্ষমাপ্রার্থী: কাঞ্চন মল্লিক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২
আমার বক্তব্যের জন্য লজ্জিত, ক্ষমাপ্রার্থী: কাঞ্চন মল্লিক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আরজি কর কাণ্ডে কলকাতার ধর্নামঞ্চে বিতর্কিত বক্তব্য রেখে দিনভর সমালোচনার পর রাতে ক্ষমা চাইলেন অভিনেতা কাঞ্চন মল্লিক।


সোমবার (২ সেপ্টেম্বর) রাতে এক ভিডিও বার্তায় কাঞ্চন মল্লিক বলেন, ‘গতকাল একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা নিয়ে সমালোচনা হয়। আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।’


এর আগে কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন তৃণমূলের অভিনেতা কাঞ্চন মল্লিক।


আরজি কর কাণ্ডে অপরাধীদের বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনয়শিল্পীরা রাজপথে আন্দোলন করছেন। তাদের সেই দাবির সঙ্গে একমত পোষণ করে চিকিৎসকরাও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।


এই সময়ে বিপরীতে হেঁটে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভালো কথা। সরকারি বেতন-বোনাস নেবেন তো?’


এরপরই কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। সহকর্মী থেকে শুরু করে ভক্তরা- কেউ ছেড়ে কথা বলেননি তৃণমূলের এই বিধায়ককে।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com