
সাবেক প্রেমিক অ্যাঞ্জেলিনা জোলির গান শুনে উপহাস করেছিলেন। এতে মন খারাপ করে গান গাওয়া ছেড়ে দেন। যার ফলে তিনি আর শিল্পী হতে পারেননি।
ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা।
নতুন সিনেমা ‘মারিয়া’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন হলিউডের এই তারকা। জানা গেছে এই চলচ্চিত্রে তিনি গানও গেয়েছেন।
সিনেমায় জোলির গান গাওয়ার ঘটনা জেনে সাংবাদিক প্রশ্ন করেন, তিনি কি সত্যিই গান গাইতে পারেন? উত্তরে জোলি বলেন, নিশ্চয়ই। তিনি অনেক আগে থেকেই গান গাইতেন। তিনি একজন সৌখিন কণ্ঠশিল্পী ছিলেন। উৎসবের গালিচা থেকে ছবির অভিনেত্রী বলেন, একসময় গানও গাইতেন তিনি। তবে সাবেক প্রেমিক তাকে নিরুৎসাহিত করতেন।
সাক্ষাৎকার দেওয়ার সময় দুই লাইন গানও গেয়ে শুনিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সেটা আবার ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।
‘মারিয়া’ সিনেমাটি খ্যাতিমান অপেরাশিল্পী মারিয়া ক্যালাসের জীবনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে মারিয়া চরিত্রে অভিনয় করেছেন জোলি। ছবিতে তাকে গাইতেও দেখা গেছে।
উল্লেখ্য, ২৮ আগস্ট ইতালির ভেনিসে শুরু হয়েছে ‘ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ২০২৪ সালে বিশ্বব্যাপী আলোচিত এ উৎসব শতবর্ষ পূর্ণ করল। ১৯২৪ সালে শুরু হওয়া উৎসবটির এ বছর ৮১তম আসর। ইউরোপের অন্যতম প্রাচীন এ চলচ্চিত্র উৎসব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের দৃষ্টি এখন এ উৎসবের দিকে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে জোলির সিনেমা ‘মারিয়া’।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]