নেটদুনিয়ায় ঝলক দেখালেন মন্দিরা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৭
নেটদুনিয়ায় ঝলক দেখালেন মন্দিরা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরই ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পা রেখেছেন মন্দিরা চক্রবর্তী। প্রথম সিনেমাতেই নিজের লুক-অভিনয় দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি।


কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সরব মন্দিরা।


শুধু অভিনয় নয়, ফ্যাশন নিয়েও খুব সচেতন তিনি। বরাবরই নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা।


বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মন্দিরা। সেখান থেকেই রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপাচ্ছেন তিনি।


কখনও শাড়ি, কখনও স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে প্রতিনিয়ত ঝড় তুলছে নেটিজেনদের মনে। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন তিনি।


মন্দিরা নাচেও বেশ পারদর্শী। কত্থক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ২০১২ সালে ড্যান্স রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিলেন এই অভিনেত্রী। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’র পর যুক্ত হয়েছেন ‘নীল চক্র’ সিনেমায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com