এবার হইচই ও চরকিতে দেখা যাবে শাকিব খানের ‘তুফান’
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৮
এবার হইচই ও চরকিতে দেখা যাবে শাকিব খানের ‘তুফান’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি ঢালিউডের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার হইচই ও চরকিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি।


১ সেপ্টেম্বর, রবিবার পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটি মুক্তি পাবার তথ্য জানিয়েছে হইচই ও চরকি। তবে মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ করা হয়নি।


এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পায় ‘তুফান’। মুক্তির পরপরই সিনেমাটি দেখতে ভীড় করে দর্শক।


স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, জুন-জুলাইয়ে টিকিট বিক্রির হিসাবে প্রথমে ছিল ‘তুফান’। দর্শক চাহিদার কারণে মুক্তির আড়াই মাস পরও সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।


হইচই ও চরকিতে মুক্তি পাবার বিষয়ে রায়হান রাফী বলেন, ‌‘এটা খুবই দারুণ খবর যে আমাদের ‘তুফান’ জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি ও হইচইতে দেখা যাবে। আমি মনে করছি সিনেমাটির জন্য এটি সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। অপেক্ষা করুন, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’


রায়হান রাফী আরও বলেন, ‘অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগল। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। চরকি ও হইচইয়ে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে আগ্রহীদের সেই অপেক্ষা শেষ হবে। মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকেরা যে ভালোবাসা দেখিয়েছেন, ওটিটিতে মুক্তির পর এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি।’


উল্লেখ্য , শুধু দেশেই নয়, দেশের বাইরেও ‘তুফান’ সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। গত ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়ায়।


‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, গাউসুল আলম শাওনসহ অনেকে। সিনেমার ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে আলোচনায় ঝড় তুলেছে।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com