দর্শক চাহিদার শীর্ষে ছাত্ররাজনীতি সম্পর্কিত নাটক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮
দর্শক চাহিদার শীর্ষে ছাত্ররাজনীতি সম্পর্কিত নাটক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দর্শকমহলে ছাত্ররাজনীতির কাহিনী অবলম্বনে তৈরি করা নাটকের চাহিদা বেড়েছে।


ইতোমধ্যেই ছাত্ররাজনীতি উপজীব্য করে নাটক তৈরি করা হয়েছে। ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির প্রথম অন্তর্জাল নাটকটির নাম ‘অবুঝ পাখি’।


২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হয় এটি। ছাত্ররাজনীতি উপজীব্য করে নাটকটি নির্মাণ করেন রুবেল হাসান।


এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।


এছাড়া চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর একদিনেই সেটি অতিক্রম করেছেন ১১ লাখ ভিউ। মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ প্রতিক্রিয়া।


নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন 'ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।'


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com