
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চিত্রনায়ক জায়েদ খানকে। ৫০ জনকে আসামি করে দায়ের করা মামলায় তাকে আসামীও করা হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ।
২৬ আগস্ট, সোমবার সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, আমি নাকি ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যাচেষ্টা করেছি। এ ধরনের একটি মামলায় আসামি করা হয়েছে আমাকে। যা একদম মিথ্যা তথ্য, মিথ্যা মামলা। এর কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, আমি দেশের একজন শিল্পী। আমি বাংলাদেশকে ভালোবাসি, এ দেশের মানুষকে ভালোবাসি। কেউ এ ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারেন না আমাকে।
এ অভিনেতা বলেন, আমার মত ও বিশ্বাস ভিন্ন হতেই পারে। তবে কোনো রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে আমি মোটেও জড়িত নই। এমনকি কোনো ধরনের দুর্নীতিও করিনি, কারও ক্ষতিও করিনি। শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেয়ার জন্য চেষ্টা করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকে অস্ট্রেলিয়া, কানাডা ও সবশেষ আমেরিকার শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেছি।
তিনি আরও বলেন, বিভিন্ন শো-এ পারফর্ম করে মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করেছি। একজন বিনোদন কর্মী হিসেবে এসবই আমাদের কাজ। অর আমি সেসবই করেছি। এখন আমার নামে মিথ্যা মামলা হলো। এখন দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস সাহেব। তিনি ছাত্রদের নিয়ে দেশ সংস্কারে কাজ করছেন। আমার বিশ্বাস, এসব ভিত্তিহীন মামলার ব্যাপারেও দেখবেন তিনি।
এর আগে রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]