রাজু ভাস্কর্যের সামনে ‘র‍্যাপ কনসার্ট’ বৃহস্পতিবার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১০:২৬
রাজু ভাস্কর্যের সামনে ‘র‍্যাপ কনসার্ট’ বৃহস্পতিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা র‍্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে কনসার্টের আয়োজন করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ কনসার্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।


মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।


নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাপারদের নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে কনসার্টের আয়োজন করা হয়েছে। র‍্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে।


তিনি জানান, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে র‍্যাপারদের কণ্ঠে। প্রতিরোধ এখনো শেষ হয়নি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com