সালমান খানের ছবির গানে স্মৃতিকাতর প্রিয়াঙ্কা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ২১:৫১
সালমান খানের ছবির গানে স্মৃতিকাতর প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ দিন পর ‘ব্লাফ’-এর শুটিং শেষ হতে চলেছে। শনিবার (৩ আগস্ট) ‘র‌্যাপ-আপ’-এর কথা জানিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। টানা পরিশ্রমের পর খানিকটা অবসর পাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।


এ নিয়েই ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন তিনি। ওই স্টোরিতে (ভিডিও) তিনি বলছেন, র‌্যাপ পার্টিতে যেতে যখন দেরি হয়ে যায়, তখন আমি এই গানটি বাজাতে চাই, কেউ বুঝতে পারছেন?


এই সময় দেখা যায় গাড়িতে রয়েছেন তার মা। শুরু হয় একটি গানের আবহ। স্টোরির পরবর্তী পর্যায়ে বেজে ওঠে গান। লতা মঙ্গেশকার ও এসপি বালসুব্রহ্মণ্যমের কণ্ঠে বাজতে শুরু করে ‘আ যা শাম হোনে আই...তু চল্ ম্যায় আই’। ঠোঁট মেলাতে দেখা যায় অভিনেত্রী ও তার মাকে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘নব্বইয়ের দশকের শিশু’।


প্রসঙ্গত, ১৯৮৯ সালের ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ভাগ্যশ্রী ও সালমান খানের এই ছবি আজও বলিউডের সেরা রোম্যান্টিক ছবিগুলোর মধ্যে অন্যতম।


এই গান বাজছে অভিনেত্রীর গাড়িতে। প্রিয়াঙ্কা চোপড়ার জন্ম ১৯৮২ সালে। ফলে নব্বইয়ের দশকে তিনি শিশু হিসাবেই এই গান শুনে বড় হয়েছেন। পরবর্তীতে ‘মুঝসে শাদি করোগি’, ‘সালাম-এ-ইশক’, ‘গড তুস্সি গ্রেট হো’-র মতো ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে সালমানের সঙ্গে। বিদেশে সালমানের প্রথম জীবনের ছবির গান চালিয়ে বর্ষণমুখর পরিবেশে যেন স্মৃতিকাতর বাতাস বইয়ে দিলেন প্রিয়াঙ্কা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com