জনপ্রিয় মার্কিন উপস্থাপিকা জেনিফার অ্যানিস্টনের গায়ে আলকাতরা ছুঁড়ে মারা হয়েছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে খবরটি।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে গত রবিবার (২৮ জুলাই) ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি। ম্যানহাটনে শ্যুটিং করতে গিয়ে আচমকা জেনিফার বেকায়দায় পড়ে যান। এসময় তাকে বিক্ষোভকারীরা ঘিরে ধরে।
তাদের অভিযোগ, জেনিফারের দ্য মর্নিং শো মহামারী, ইউক্রেন যুদ্ধ, এমনকি (জেসিক্স) দাঙ্গা সম্পর্কে মিথ্যা কথা বলেছে, ভুল তথ্য দিয়েছে।
এ কারণে উপস্থিত বিক্ষুব্ধ জনগণ শুটিংয়ের সময় জেনিফারের গায়ে আলকাতরার মতো আঠালো পদার্থ ছুঁড়ে মারেন। এর ফলে তার পরিহিত সাদা শার্ট ও অফ হোয়াইট ট্রাউজার নষ্ট হয়ে যায়। মুহুর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জেনিফার।
আপাতদৃষ্টিতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। যে ভিডিও দেখে অবাক হয়েছেন অ্যানিস্টনের অনুরাগীরা।
প্রথম দিকে সবাই ঘটনাটিকে বাস্তব বলে ধারণা করতে থাকেন। পরে মূল বিষয়টি খোলাসা হতে শুরু করে। আসলে এটি একটি শুটিংয়ের দৃশ্য। জেনিফার এমন এক দৃশ্যের শ্যুট করছিলেন, যেখানে তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স লেভি যাকে বিক্ষোভকারীরা ঘিরে ধরে এবং গায়ে আলকাতরা টাইপ কালো পদার্থ ছুড়ে মারে।
যে কারণে বেজায় চটে যান হলিউড তারকা। রেগে চিৎকার করতে শুরু করেন। কিন্তু আশপাশে লোকজন থাকলেও তারা কেউ জেনিফারের কাছে ছুটে যাননি।
জেনিফারের আসন্ন সিরিজ ‘দ্য মর্নিং শো’-এর এই দৃশ্যটি অনলাইনে ভাইরাল হলে প্রথমে এটি সত্য ঘটনা ভেবে নেয় অ্যানিস্টন ভক্তরা। অনেককেই তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে পিপল ডটকমের প্রতিবেদন অনুসারে, এটি আসন্ন সিরিজের একটি দৃশ্য। আর দৃশ্যটি বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। অ্যাপল টিভি প্লাস প্ল্যাটফর্মের ‘দ্য মর্নিং শো’ নামের সিরিজটিতে আলেকজান্দ্রার (অ্যালেক্স) চরিত্রে অভিনয় করছেন জেনিফার। সিরিজটির তিনটি সিজন শেষ হয়েছে। এবার আসছে চতুর্থ সিজন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]