ধূমপানে আসক্ত কৃতি স্যানন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১৬:৩৩
ধূমপানে আসক্ত কৃতি স্যানন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিয়মিত সাফল্যের হাত ধরে হেঁটে চলেছেন অভিনেত্রী কৃতি স্যানন। খুব অল্পদিনেই বলিউডে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন তিনি। একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলছেন। ক্যারিয়ারের মতো ব্যক্তিজীবনেও বেশ পরিচ্ছন্নতার প্রশংসা রয়েছে তার। এ নিয়ে তো তার মা গীতা শ্যানন গর্ব করেন প্রকাশ্যে।


একবার ‘বরেললি কি বরফি’ ছবির একটি স্থিরচিত্র শেয়ার করে এক ভক্ত বলেছিলেন, কৃতি তার চরিত্রের প্রয়োজনে ধূমপান করেন। সেই টুইটে কৃতির মা রিপ্লাই করেন, কৃতি সবসময় ধূমপানবিরোধী। তার আশপাশের যারা ধূমপানে আসক্ত তাদেরও সেটা বোঝানোর চেষ্টা করে।


কৃতির প্রতি ভক্ত ও মায়ের এমন বিশ্বাস উবে গেলো এক লহমায়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আয়েশ করে বয়ফ্রেন্ডের সঙ্গে ধূমপানে মগ্ন কৃতি!


১৯৯০ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন কৃতি। ৩৩ বছরের এই জন্মদিনটা গ্রিসের মাইকোনস দ্বীপে কাটিয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন, সঙ্গে ছিলেন লন্ডনের বয়ফ্রেন্ড কবির বাহিয়াকেও! সেই পার্টি থেকে একটি ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে দেখা গেছে, জন্মদিনের পার্টিতে ধূমপান করছেন অভিনেত্রী।


উল্লেখ্য, কবীর বাহিয়াও সেই পার্টি থেকে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল সাইটে। শুধু তাই নয় ওই জন্মদিনের পার্টিতে ধূমপান করতেও দেখা গেছে অভিনেত্রীকে।


যদিও ‘বরেললি কি বরফি’ ছবিতে কৃতিকে ধূমপান করতে দেখা গিয়েছিল আগেই। তখন অভিনেত্রী বলেছিলেন, ধূমপানের দৃশ্য শুধুই ছবির জন্য, ব্যক্তিগত জীবনে আমি ধূমপান করি না।’ একই সময়ে টুইটারে কৃতির সঙ্গে সুর মিলিয়েছিলেন তার মা গীতাও।


সিগারেট হাতে কৃতির নতুন ভিডিও প্রকাশের পর মায়ের পুরনো টুইট আর মন্তব্যগুলো নতুন করে ভাইরাল হলো এবার।


তবে আশার কথা, কৃতির নতুন ভিডিও ভাইরাল হলেও বেশিরভাগ ভক্তই তার পক্ষে অবস্থান নিয়েছেন। বলার চেষ্টা করছেন, ধূমপান এমন কি অন্যায়ের কাজ! ঘুরতে গিয়ে পার্টিতে একটু আধটু পান করাই যায়। তাই নয়, অনেক ভক্ত তো এটাও বলছেন, কৃতির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত পার্টির ছবি-ভিডিও প্রকাশ করা মোটেও ঠিক হয়নি।


কৃতি স্যানন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আগমন করার পর তিনি সুকুমারের তেলুগু চলচ্চিত্র ‘১ নেনোক্কাদিন’- এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক অ্যাকশনধর্মী ‘হিরোপন্তি’। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। কৃতি স্যাননকে শেষ দেখা গেছে ‘ক্রু’ এবং ‘তেরি বাতো ম্যা অ্যাইসা উলঝা জিয়া’ ছবিতে। দুটো ছবিরই বাণিজ্যিক ও সমালোচক ফলাফল ভালো।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com