আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মেহজাবীনের ‘সাবা’
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১৪:৫৪
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মেহজাবীনের ‘সাবা’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিনেমায় নাম লিখিয়েছেননাটক, টেলিফিল্মে হাত পাকানো ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী এই অভিনেত্রী। গত জন্মদিনে সামাজিক মাধ্যমে তথ্যটি নিজেই দিয়েছিলেন মেহজাবীন। এবার ওই সিনেমা নিয়েই দিলেন আরও এক সুখবর।


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মেহজাবীনের ‘সাবা’নামের চলচ্চিত্রটি। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রগ্রামে নির্বাচিত হয়েছে। মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন মেহজাবীন। ৪৯তম টরন্টো উৎসবের পর্দা উঠবে ৫ সেপ্টেম্বর। উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।


গেল জন্মদিনে মেহজাবীন ছবিটির খবর জানিয়ে ফেসবুকে লিখেছিলেন, ‘‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’’


আরও লিখেছিলেন, ‘‘২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি।’’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com