
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। নব্বইয়ের দশক থেকে যার গান শ্রোতা মহলে ব্যাপক প্রশংসিত। ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’ গান গেয়ে লাখো তরুণের মনে ঝড় তুলেছেন আবার ‘রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়’ মতো জীবনমুখী ধারার গানের জন্যও আলাদা প্রশংসা কুড়িয়েছেন।
১২ জুলাই, শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে যোগ দিয়ে মন্ত্রমুগ্ধ পরিবেশনায় সংগীতপ্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন।
এদিকে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে নচিকেতার সঙ্গে প্রথমবারের মতো মঞ্চ মাতিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নচিকেতার সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে।’
ক্যাপশনের শেষাংশে ফেরদৌসের ভাষ্য, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’ এ পোস্টে দুই স্টারের ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।
রাহাতুল ইসলাম রাসেল নামে এক ভক্তা লিখেছেন, ‘আপনি আমার খুব পছন্দের একজন অভিনেতা। আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল, ফেরদৌস ভাই আপনার হঠাৎ বৃষ্টি সিনেমা এটা ভোলা যায় না, আর নচিকেতা দার গান গুলো অসাধারণ, আমি আপনাদের সিনেমার গান বা অডিও গান সব সময় শুনে থাকি, এককথায় আমি আপনাদের খুব বড়ো ভালোবাসার ফ্যান সেই হঠাৎ বৃষ্টি থেকে শুরু করে।’
সোহাগ হোসেন নামে আরেক ভক্তের ভাষ্য, ‘শুভকামনা রইলো সবসময় ভাই, এভাবেই এগিয়ে যেতে হবে। হঠাৎ বৃষ্টি ছায়া ছবি অতুলনীয় একটি চলচ্চিত্র এবং দর্শক সমর্থন প্রিয় ছায়া ছবি যা সমাজের বাস্তবতা তুলে ধরে।’
উল্লেখ্য, নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। নচিকেতার সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গান সমূহ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]