
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ও ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির আজ শুক্রবার (১২ জুলাই) আনুষ্ঠানিক বিয়ে হচ্ছে।
বিয়ের আগে বিবাহপূর্ব অনুষ্ঠানসহ নানান আয়োজন করেছে আম্বানি পরিবার। যা গত কয়েক মাস ধরে চলেছে। সবকিছু শেষে আজ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে এটি।
বলা হচ্ছে অনন্ত-রাধিকার বিয়েতে এক হাজার কোটি রুপি খরচ করা হচ্ছে। যা আরও বেশিও হতে পারে।
বিবাহপূর্ব যেসব আয়োজন করা হয়েছে সেখানে জাস্টিন বিবার, রেহানাসহ নামীদামী সব তারকারা পারফরমেন্স করেছেন।
বিয়ের আয়োজনে অংশ নিতে মুম্বাইয়ে এসেছেন অনেক মানুষ। ফলে গত কয়েকদিন ধরে সেখানে হোটেলের রুম পাওয়া যাচ্ছে না। সাধারণ সময়ে যেখানে ১৩ হাজার রুপি দিয়ে একটি হোটেল কক্ষ ভাড়া করা যায় সেটি এখন প্রায় ১ লাখ রুপিতে দাঁড়িয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]