
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, এরপর ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও ওয়েবসিরিজ। সম্প্রতি তিনি বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন।
এবার, কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে উড়াল দিয়েছেন মার্কিন মুলুকে। সেখান থেকে নিজের খোঁজ-খবর নিয়মিত জানাচ্ছেন অনুরাগীদের।
প্রকৃতির মুগ্ধতা নিতে উত্তর আমেরিকার জনপ্রিয় স্থান ‘নায়াগ্রা জলপ্রপাতে’ অবকাশ কাটাতে দেখা যায় সাবিলা নূরকে।
১২ জুলাই, শুক্রবার নায়াগ্রা জলপ্রপাত থেকে নিজেকে ধরা দেন সাবিলা। সামাজিক মাধ্যমে সাবিলা জানান, এই স্থানে অভিনেত্রীর দ্বিতীয় ভ্রমণ এটি।
সঙ্গে কিছু ছবি যোগ করে অভিনেত্রী লিখেছেন, ‘নায়াগ্রা জলপ্রপাতে দ্বিতীয়বারের মত আসলাম, তারপরও এই স্থানটি রীতিমতো আমার মন দুলিয়ে যাচ্ছে।’
এ সময় অভিনেত্রীকে বেশ ফরমাল লুকে দেখা যায়। কানে ইয়ার অর্নামেন্ট, চোখে সানগ্লাস। পরনে সাদা নিট শার্ট, প্যান্ট। সঙ্গে নিট শার্টের ওপর ওপেন চেস্ট ব্লু জিন্স শার্ট; সব মিলিয়ে তার বেশভূষাকে যেন অনন্য মাত্রায় নিয়ে যায়।
ছবিগুলোর মন্তব্যঘরে সাবিলা নূরের ভক্ত-অনুরাগীরা বেশ সাড়া দিয়েছেন; সঙ্গে ভালোবাসা ও মুগ্ধতা ভরিয়ে দিয়েছেন তারা।
তবে নায়াগ্রা জলপ্রপাতে একা যাননি সাবিলা নূর। অভিনেত্রীর সঙ্গী ছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দুই অভিনেত্রীই একসঙ্গে নায়াগ্রাকে উপভোগ করছেন, তা সামাজিক মাধ্যমে উভয়েই প্রকাশ করেন তারা। এই দুই অভিনেত্রী একসঙ্গে ক্যামেরাবন্দি হয়ে নিজেদের ধরা দিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে সাবিলা নূরের অভিনীত নাটক ‘সুতো’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে নাটকটি বেশ প্রশসংসা কুড়িয়েছে। এছাড়াও ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
বড় পর্দায়েও রয়েছে সাবিলার সুনাম। গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় পদার্পণ করেন সাবিলা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]