শিরোনাম
সৈয়দ হককে উৎসর্গ করে গঙ্গা-যমুনা নাট্যোৎসব
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৯:৩৩
সৈয়দ হককে উৎসর্গ করে গঙ্গা-যমুনা নাট্যোৎসব
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৬’। সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে। উৎসবে সৈয়দ হক রচিত ৫ টি নাটকও মঞ্চস্থ হচ্ছে।


৫ম বারের মতো আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, নাট্যজন লিয়াকত আলী লাকী, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।


উৎসবের আহবায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন উৎসব কমিটির সদস্য সচিব আকতারুজ্জামান।


এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসবের সদস্য সচিব আকতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন শিল্পী ফকির আলমগীর, নাট্যজন ঝুনা চৌধুরী, আবৃত্তিকার আহকামউল্লাহ, নৃত্যশিল্পী মিনু হক প্রমূখ।


১০ দিনব্যাপী এ উৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে এ নাট্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। ভারতের ৩টি, ঢাকার ২৫টি ও ঢাকার বাইরের ২টি নাট্যদলসহ মোট ৩০টি নাট্যদল নাটক মঞ্চায়ণ করবে।


এছাড়া উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে দেশের ৫৩টি সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথনাটক পরিবেশন করবে।


এ উৎসবে আর্থিক সহায়তা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।


বিবার্তা/অভি/মৌসুমী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com