শাকিব-জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয়: দীঘি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৭:০৪
শাকিব-জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয়: দীঘি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিশুশিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে শোবিজে পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। সময়ের সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দীঘি। যদিও এক সময়ে শিশুশিল্পী হিসেবে এই নায়কের সঙ্গে স্ক্রিনশেয়ারের সুযোগ হয়েছিল এই তারকার। তবে নায়িকা হিসেবে সেই সুযোগ হয়ে ওঠেনি।


কেনো শাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দীঘির, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।


রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দীঘি বলেন, শাকিব আঙ্কেলের সঙ্গে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমা হয়েছে। মানুষ আমাকে সেভাবে দেখেছে। ওই জায়গা থেকে মনে হয়, শাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না।


তবে যদি এমন কোনো চরিত্র পান, যেখানে প্রেম নেই- এমন কোনো গল্প হলে শাকিবের বিপরীতে কাজ করতে পারেন দীঘি। সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন, চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক দেখানো হয় না, যেখানে প্রেম নেই- এমন কোনো গল্প হলে ভেবে দেখব। একদম কমার্শিয়াল সিনেমা, প্রেম-রোমান্স করা ঠিক হবে না।


সম্প্রতি গণমাধ্যমে নিজের কাজের পাশাপাশি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দীঘি। এসময় জানান, জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।


শুধু শাকিব নয়, জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দীঘি। তাদের দুজনকেই আঙ্কেল বলে সম্বোধন করেন অভিনেত্রী।


এ বিষয়ে দীঘি বলেন, জায়েদ খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয়। কারণ, তাকে চাচ্চু ডাকি।


এদিকে দীঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় নেটদুনিয়ায়। এর কারণ জানতে চাইলে দীঘি বলেন, আলোচনা-সমালোচনা সবাইকে নিয়েই হয়, কিন্তু আমারটা হাইলাইটস হয় বেশি। হতে পারে আমার নাম হলে নিউজ ছড়ায় বেশি।


আমি মনে করি, আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেকে টিআরপি পাচ্ছেন। তখন বোঝা যায়, আমি আলাদা। এজন্যই আমার নাম ব্যবহার করা হচ্ছে।


বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জংলি সিনেমায় কাজ করছেন দীঘি। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com