
তারকা দম্পতি রাজ-পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। এরপর থেকে তাদের একমাত্র সন্তান বেড়ে উঠছে পরীর কাছেই। এ কারণে বাবা দিবসে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন এই চিত্রনায়িকা।
রোববার (১৬ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে পরী লিখেছেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’
এই স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীরা পরীমণিকে প্রশংসায় ভাসাচ্ছেন।
হোসাইন শুভ নামে একজন লিখেছেন, ‘সত্যিই তুমি অতুলনীয় একজন আদর্শ মা, আদর্শ বাবা।’
কে এম নিলয় হাসান নামে একজন লিখেছেন, ‘সত্যি বলছি পরী মা-বাবা হিসেবে তুমি অতুলনীয়।’
জান্নাত নামে আরেকজন লিখেছেন,‘পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মধ্যে তুমি একজন পরী আপু।’
ইয়াসমিন সুলতানা পলিন লিখেছেন, ‘পরী তোমার এই বিষয়গুলোই তোমাকে ইউনিক করেছে। হ্যাপি ফাদার্স ডে।’
প্রসঙ্গত, পরীমণি সর্বশেষ ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]