শিরোনাম
‘ছাত্রী সংঘ’ চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন কুবির সাদিয়া
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৬:৪৬
‘ছাত্রী সংঘ’ চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন কুবির সাদিয়া
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আলোচিত ঢাকাই সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ এর পরিচালক দীপংকর দীপনের নতুন চলচ্চিত্র ‘ছাত্রী সংঘ’ এ অভিনয়শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা।


১০ জুন, সোমবার বিষয়টি নিশ্চিত করেন সাদিয়া সুলতানা।


তিনি জানান, গত রবিবার সন্ধ্যায় কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সিনেমার মেধা অন্বেষণের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তার নাম ঘোষণা করেন ‘ছাত্রী সংঘ’ চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন।


উপমহাদেশের একমাত্র ব্রিটিশ বিরোধী সশস্ত্র নারী বিপ্লবী দল কুমিল্লার ‘ছাত্রী সংঘ’। শান্তি-সুনীতি আর ইতিহাসে হারিয়ে যাওয়ার নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্ম। তার অবিশ্বাস্য অভিযান নিয়ে ঐতিহাসিক থ্রিলার নির্মাণের উদ্দেশ্যে কুমিল্লা থেকে মেধাবী অভিনয়শিল্পীর খোঁজে গত ১০ মার্চ অডিশন পর্ব শুরু হয়।


অডিশনে কুমিলা ও কুমিল্লার বাইরে থেকে প্রায় ৯৫ জন প্রার্থী অংশগ্রহণ করে। এখান থেকে তিন ধাপে যাচাই-বাছাই করে সিনেমার জন্য তিন ক্যাটাগরিতে মোট ২৫ জনের নাম ঘোষণা করে পরিচালক দীপংকর দীপন। তারমধ্যে কুমিল্লা থেকে সেরা ১০ জনের একজন হিসেবে নির্বাচিত হন সাদিয়া সুলতানা।


চলচ্চিত্রাভিনায়ের বিষয়ে সাদিয়া সুলতানা বলেন, “অভিনয়ের জন্য মঞ্চে ওঠার শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হাত ধরেই। সেই থেকে অভিনয়ের প্রতি ভালো লাগা, ভালোবাসার জন্ম। এতোদিন মঞ্চে কাজ করে এসেছি, কিন্তু প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছি। এজন্য কৃতজ্ঞতা জানাই পরিচালক দীপংকর দীপন দাদাকে আমার যোগ্যতা যাচাই করে আমাকে সুযোগ দেওয়ায় জন্য।”


তিনি আরও বলেন, “এই থ্রিলার চলচ্চিত্রটি একটি ঐতিহাসিক চলচ্চিত্র যা প্রায় ৯৩ বছর পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী নারী বিপ্লবীদের সৃষ্ট ‘ছাত্রীসংঘ’-কে নিয়ে। যেহেতু সংগঠনটির সদস্যগণ কুমিল্লার নারী বিপ্লবীরা ছিল, কুমিল্লার মেয়ে হয়ে দীর্ঘ এতো বছর পর তাদের ইতিহাস তুলে নিয়ে আসার ভূমিকায় এই চলচ্চিত্রে কাজ করতে পারবো যা আমার জন্য আনন্দদায়ক একটা বিষয়।”


বিবার্তা/প্রসেনজিত/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com