শিরোনাম
অজ্ঞাতনামার অর্জনে তৌকীরকে সাংবাদিকদের অভিনন্দন
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৭:৩২
অজ্ঞাতনামার অর্জনে তৌকীরকে সাংবাদিকদের অভিনন্দন
ছবি: আলিফ হোসেন রিফাত
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র দর্শকনন্দিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ মুক্তি পায় গত ১৯ আগস্ট। তারও আগে সর্বশেষ ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এর বাণিজ্যিক শাখায় চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়।


ইতিমধ্যে চলচ্চিত্রটি ইতালির গল্ফ অব নেপলসে অনুষ্ঠিত ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল’-এ স্পেশাল জুরি মেনসন অ্যাওয়ার্ড, কসোভো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, ওয়াশিংটন ডিসি’র সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং সর্বশেষ চলতি মাসে ইতালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভালে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ পেয়েছে।


সাম্প্রতিক সময়ে ‘অজ্ঞাতনামা’র মতো এতো পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশের আর কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে ঘটেনি। বিষয়টি বিবেচনা করে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের বিনোদন সাংবাদিকবৃন্দ বৃহস্পতিবার সকালে তৌকীর আহমেদকে অভিনন্দন জানান।


তৌকীর আহমেদ’র মহাখালী ডিওএইচএস -এর অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। হঠাৎ অনেক সাংবাদিকের উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তৌকীর আহমেদ। তৌকীর আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর বিষয়টির আয়োজক বিবার্তার বিনোদন সম্পাদক সাংবাদিক অভি মঈনুদ্দীন।


তারই আহ্বানে তৌকীর আহমেদকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শাহ আলম সাজু, দৈনিক সংবাদের নিথর মাহবুব, আমার সংবাদের রকিব হোসেন, সমকালের মীর সামি, আলোকিত বাংলাদেশের সোহেল আহসান, সকালের খবরের এমদাদুল হক মিল্টন, নয়া দিগন্তের আলমগীর কবির, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট -এর নাজির হোসেন, যায়যায় দিনের শেখ সামিরাহ, ফটোগ্রাফার মোহসীন আহমেদ কাওছার ও আলিফ হোসেন রিফাত।


তৌকীর আহমেদ বলেন, ‘রাজধানীর এই যানজটে সময় করে আমাকে অভিনন্দন জানাতে এসেছেন আপনারা। আমি সত্যিই অভিভূত, মুগ্ধ। দেশের মানুষের ভালোবাসা পেয়েছি আমার সিনেমাটি মুক্তির পর থেকে। কিন্তু এবারই প্রথম কেউ একত্রিত হয়ে আমাকে অজ্ঞাতনামার জন্য অভিনন্দন জানালো। আজকের মুহুর্তটি সত্যিই ভোলার নয়। আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময়ই আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও পাবো আশাকরি।’


গল্প আড্ডা শেষে তৌকীর আহমেদ কেক কেটে উপস্থিত সবাইতে কেক খাওয়ান। এরপর আরো কিছুটা সময় তার নতুন চলচ্চিত্র ‘হালদা’ নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন। তৌকীর আহমেদ জানান, ‘হালদার পরবর্তী শুটিং শুরু হবে আসছে ডিসেম্বরে। আগামী ২২ ও ২৩ তিনি একটি ধারাবাহিকের শুটিং-এ ব্যস্ত থাকবেন।’


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com