জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার পার করছেন সংগীত জীবনের তিন দশক। বাপ্পার ক্যারিয়ারের এই মাইলফলক উদ্যাপন করতে যাচ্ছে আজব কারখানা।
আজ শুক্রবার (২৪ মে) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করেছে কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’।
এই আয়োজনে বাপ্পা মজুমদার শোনাবেন তাঁর ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানসমূহ।
অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করবেন এ সময়ের জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে আজব রেকর্ডস।
এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সাধারণত আমরা অনেক সময় নিয়ে গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সঙ্গে। গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]