শিরোনাম
শত পর্বে ঝামেলা আনলিমিটেড
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৫:৪১
শত পর্বে ঝামেলা আনলিমিটেড
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আরটিভিতে প্রচারিত বিশেষ ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিডেট’। আহসান আলমগীরের রচনা ও শামীম জামানের পরিচালনায় ধারাহিকটির শততম পর্ব প্রচার হবে ২৯ মার্চ, বুধবার। এতে অভিনয় করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশারফ করিম, আ.খ.ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফ্ফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কোল্লান কোরাইয়া প্রমুখ।


রফিকুল ইসলামের প্রযোজনায় নাটকটি প্রতি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচার হয়।


নাটকে দেখা যাবে, রহমান সাহেব একজন সাধারণ মানুষ, একটি বাড়ির মালিক, তার সন্তানাদী নাই। তার স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের মানুষ। তাদের সন্তানাদী না থাকায় বেশ কিছু মানুষ যেমন সবুজ, মিজান, কফিল, অন্যন্যা, গোধুলী এবং সোবহান, এরা এই বাড়িতে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। মূলত রহমান সাহেবের স্নেহ ভাজন তারা।



কিন্তু বাড়িটিতে তারা শুধু শুধুই একের পর এক ঝামেলা পাকাতে থাকে। এতো ঝামেলা করে যে, শাহানা চরম বিরক্ত হয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু রহমান সাহেব স্ত্রীকে বলে, এরাই তো আমাদের সন্তান, এই ছেলে-মেয়েগুলো যাবে কোথায়, এরা আছে বলেই তো আমাদের সন্তানের অভাব পূরণ হচ্ছে। এদিকে বাড়িতে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা শুরু। এভাবেই চলতে থাকে ঝামেলা আনলিমিটেড নাটকের গল্প।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com