কানের লাল গালিচায় নজর কাড়ল 'মেসি'
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৩:১৩
কানের লাল গালিচায় নজর কাড়ল 'মেসি'
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসবের’ ৭৭তম আসরের পর্দা উঠেছে গত ১৪ মে। ইতোমধ্যে নজরকাড়া লুকে দেশি-বিদেশি সব তারকা ভিড় জমাচ্ছেন জমকালো এই আয়োজনে।


তবে তারকাদের পাশাপাশি এবার কানের লাল গালিচায় সবার নজর কেড়েছে একটি কুকুর। নাম তার মেসি। হাসি মুখে লাল গালিচায় হাঁটার পাশাপাশি ছবি তোলার জন্য ক্যামেরায় পোজও দিয়েছে কুকুরটি।


জানা গেছে, গেল বছর কানে স্বর্ণপাম জয় করা ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমায় কাজ করেছে মেসি নামের এই কুকুর।


ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ছিল তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল। লিলি গ্ল্যাডস্টোন, গ্রেটা গারউইগ, ওমর সি, জেন ফন্ডা, জুলিয়েট বিনোচে এবং অন্যান্য তারকাদের পাশাপাশি বলিউড অবিনেত্রী উর্বশী রাউতেলা এমনকি দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও ইতোমধ্যে নজর কেড়েছেন কানের লাল গালিচায়।


চলতি বছর সঞ্চালনায় রয়েছেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন। তার আমন্ত্রণে উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। তার আগেই উপস্থিত হয়েছিলেন এবারের বাকি আট বিচারক।


প্রসঙ্গত, চলতি বছর ‘কান চলচ্চিত্র উৎসবের’ অনস্ক্রিনে যেসব সিনেমা প্রদর্শন করা হবে তার চেয়ে অফস্ক্রিনের নাটকীয়তা কোনো অংশে কম নয়। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এই উৎসব।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com