
ভারতের পশ্চিমবঙ্গে রাজারহাটের ডিআরআর স্টুডিওতে আগুন ধরেছে। অনেকে এই স্টুডিয়োকে ‘রামবাবুর বাগান’ নামে চেনে। এই স্টুডিওতেই হয় ‘দাদাগিরি’ থেকে ‘দিদি নাম্বার ওয়ান’, ‘সারেগামাপা’-র মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ের শুটিং।
২২ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ১১টায় আগুন লাগে দুটি মেকআপ ভ্যানে। আপাতত জানা যাচ্ছে, ক্যান্টিন থেকে আগুন ছড়িয়ে যায় মেকআপ ভ্যানে। নিমেষে পুড়ে যায় ভ্যানিটি ভ্যান।
কথা ছিল, সোমবার ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শোয়ের শুটিং হবে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করেছে।
‘সারেগামাপা লেজেন্ডস’ জি বাংলার একটি নতুন শো। যেখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই শোতে কিছু দিন আগেই গাইতে এসেছিলেন গায়ক জাভেদ আলি। সোমবার শুটিং হওয়ার কথা অভিজিৎ, আকৃতি কক্কর, বিনোদ রাঠৌরদের। এ রকম একটা ঘটনা ঘটলেও সোমবার শুটিং বাতিল হবে না বলে জানিয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]