দৌলতদিয়ার যৌনকর্মীদের নিয়ে ‘নীলপদ্ম’, প্রিমিয়ার নিউইয়র্কে
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:০৭
দৌলতদিয়ার যৌনকর্মীদের নিয়ে ‘নীলপদ্ম’, প্রিমিয়ার নিউইয়র্কে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের।


২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠেয় এই উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঢাকার চলচ্চিত্র ‘নীলপদ্ম’র। সিনেমাটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী।


জানা যায়, উপমহাদেশের অন্যতম বৃহৎ যৌনপল্লী দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করেছেন তৌফিক এলাহী। এরপর বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণ করেছেন তিনি।


সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এছাড়া রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুলসহ আরও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।


প্রসঙ্গত, এই উৎসবে অংশ নেওয়ার জন্য দুই বাংলা থেকে জমা পড়ে শতাধিক চলচ্চিত্র। যার মধ্য থেকে নির্বাচিত সিনেমাগুলোই কেবল প্রদর্শিত হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com