
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে অন্যতম সিনেমা হলো জায়েদ খান অভিনীত ‘সোনার চর’।
ঈদের দ্বিতীয় দিনেও সিনেমাটি দেখতে হাউসফুল দর্শক হয়েছে প্রেক্ষাগৃহে। এদিকে ‘সোনার চর’ হাউসফুল হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত জায়েদ।
‘সোনার চর’ দিয়েই দীর্ঘ এক যুগ পর তার অভিনীত কোনো সিনেমা ঈদে মুক্তি পেল। ঈদের দ্বিতীয় দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দুপুরে ‘সোনার চর’র শো হাউসফুল হয়।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সেই অনুভূতিই শেয়ার করেছেন জায়েদ। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম দর্শকরা আমার সিনেমা গ্রহণ করবেন। আমি নিজের সেরাটা দিয়েছি। সিনেমাটি হাউসফুল গেছে শুনে ভালো লাগছে। ঈদের দিন থেকেই দর্শকের ভালো সাড়া পাচ্ছি।
হলে সিনেমাটি দেখার পর জায়েদের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। আইরিয়ানা নামে এক সিনেমাপ্রেমী বলেন, ফেসবুকে প্রচার দেখেই জায়েদের সিনেমাটি দেখার আগ্রহ হয়। উনি কেমন অভিনয় করেন দেখার ইচ্ছা ছিল। তার অভিনয় অনেক ভালো লেগেছে।
আরেক দর্শক বলেন, কোনো সিনেমা দেখার প্ল্যান ছিল না। সামনে দেখলাম ‘সোনার চর’। আগে কখনও জায়েদের সিনেমা দেখা হয়নি। প্রথমবার দেখলাম। উনি অনেক ভালো অভিনয় করেন।
প্রসঙ্গত, জায়েদ অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হাসান। জায়েদ খান ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন— ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]