বলিউডে হাত ধরাধরি করেই থাকে রাজনীতি ও সিনেমা। ভোটের মুখে নতুন চমক হিসেবে তারকা প্রার্থীদের দাঁড় করানোর প্রথা নতুন কিছু নয়! আর কিছু দিন পরই লোকসভা নির্বাচন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এবার ভোটের মরসুমে গ্ল্যামার বাড়াতে রাজনীতিতে নামছেন কাপুর সিস্টার্স। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, করিশমা এবং করিনার ভোটে দাঁড়ানোর জল্পনা ততবেশি জোড়াল হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) বালাসাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনা পার্টিতে যোগ দিতে চলেছেন কারিশমা ও কারিনা। তবে দুই বোন শিব সেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা সেটা জানা যায়নি। কিন্তু কারিশমা-কারিনারা যে শিবসেনার হয়ে প্রচার করবেন, সেই জল্পনা তুঙ্গে।
যত দিন এগোচ্ছে রাজনীতি এবং গ্ল্যামার দুটোই মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। এর আগেও দেশবাসী বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন, সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে শুরু করে অমিতাভ বচ্চন।
তবে চমক এখানেই শেষ নয়! সাবেক কংগ্রেস সংসদ সদস্য গোবিন্দও নাকি শিবসেনার যোগ দেবেন। শুধু তাই নয়, প্রার্থীও হতে চলেছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]