শিরোনাম
একসাথে তিন টেলিফিল্ম নির্দেশনায় রোকেয়া প্রাচী
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ২৩:৩৭
একসাথে তিন টেলিফিল্ম নির্দেশনায় রোকেয়া প্রাচী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক টেলিফিল্মও নির্মাণ করেন গুণী নাট্যাভিনেত্রী রোকেয়া প্রাচী। প্রয়াত বরেণ্য চলচ্চিত্রাভিনেতা আনোয়ার হোসেনকে নিয়ে তিনি প্রথম নির্মাণ করেন ‘একজন নবাব’ ডকুফিকশন।


এরপর তিনি আরো বেশকিছু ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেন। এরইমধ্যে নতুন তিনটি টেলিফিল্ম নির্মাণের কাজেও হাত দিয়েছেন রোকেয়া প্রাচী। নিজের রচনায় ও নির্দেশনায় তিনি তিনটি টেলিফিল্ম নির্মাণ করছেন। এরমধ্যে ‘স্বপ্ন সত্যি হতে পারে’ টেলিফিল্মের কাজ শুরু হবার কথা ছিলো গতকাল ১৯ অক্টোবর থেকে রাজবাড়িতে।


কিন্তু নাটকের প্রধান শিল্পী লাক্স তারকা প্রসূণ আজাদ ফাঁসিয়ে দেবার কারণে সে কাজটি আর আপাতত করা হলোনা। কেন ফাঁসালেন প্রসূণ আজাদ এ প্রসঙ্গে নিজের ফেসবুকে রোকেয়া প্রাচী একটি স্ট্যাটাসও দিয়েছেন। তিনি বলেন,‘ শুটিং-এ প্রসূণ আজাদ তার ভাইকে নিয়ে যেতে চেয়েছিলো। কিন্তু আমি যখন প্রশ্ন করি এটা কী তোমার আপন ভাই? উত্তরে প্রসূণ বলে , না আপন ভাই না। একসময় প্রসূণ বলে, সে তার সহকারী।


তার ছবি তোলার জন্য এবং তাকে সহযোগিতা করার জন্যই ছেলেটি তার সঙ্গে যাবে। যেহেতু সে তার সহকারী হিসেবে যাবে তাকে আমি অন্য গাড়িতে করে পরে পাঠাতে চেয়েছি। এটাই তার ভালোলাগলো না। শেষমেষ শুটিং স্থগিতই করতে হলো।’ এদিকে প্রসূণ আজাদ তার নিজের ফেসবুকে এই বিষয়ে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে একজন পুরুষ নির্মাতারই কথার ইঙ্গিত পাওয়া যায়।


যাইহোক রোকেয়া প্রাচী জানান শিগগিরই তিনি এই টেলিফিল্ম নির্মাণ করবেন নতুন শিল্পী নিয়ে। রোকেয়া প্রাচী আরো নির্মাণ করবেন ‘তালিকা’, ‘রুবিনা , আমেনা এবং ফুলকির গল্প’ টেলিফিল্ম দুটো। বর্তমানে চলছে শিল্পী নির্বাচনের প্রক্রিয়া।


রোকেয়া প্রাচী নির্দেশিত প্রথম ধারাবাহিক ছিলো ‘সেলাই পরিবার’ যা চ্যানেল আইতে প্রচার হয়। তার অভিনীত নতুন ধারাবাহিক হচ্ছে ‘তব্ওু ভালোবাসি’। এটি আনন্দ টিভিতে প্রচার হবে। এছাড়া তার অভিনীত ‘পরম্পরা’ ধারাবাহিক নাটকটি এসএ টিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।


বিবার্তা/অভি/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com