শিরোনাম
তৌকির-তারিনের পুনশ্চঃ জয়িতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৮:৫১
তৌকির-তারিনের পুনশ্চঃ জয়িতা
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক পুনশ্চঃ জয়িতা। শ্রাবণী ফেরদৌসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান।


নাটকটিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, তারিন জাহাস, ডলি জহুর, আল মামুন, খায়রুল টিপু, আশরাফুল আশীষ, মাধবী লতা, এমদাদ শপথসহ আরো অনেকে।


নাটকটি প্রচার হবে ২৬ মার্চ আরটিভিতে রাত ৮ টা ১০ মিনিটে।


নাটকে দেখা যাবে, উচ্ছিষ্ট-ই সে। জয়িতা বীরাঙ্গনার সন্তান। জয়িতার বাবা তার মা ও পেটের সন্তানকে ছেড়ে গিয়েছিল ৭১-এ। মা-ই তাকে শিখিয়েছেন কিভাবে একজন নারী মাথা উঁচু করে গর্বের সাথে তার নিজ যোগ্যতায় বাঁচতে পারে।



জয়িতার মা যে যোদ্ধা। সে পথেই জয়িতাও তার পথ নেয় ফিল্মকে। সে একটি ফিল্ম বানায় মুক্তিযুদ্ধের উপর। প্রচুর খ্যাতি অর্জন করে সে। ফিল্ম বানানোর সময় তার পরিচয় হয় সুজন কবীরের সাথে। যে কি না এই ফিল্মের লেখক। ঘনিষ্ঠতা তৈরি করে তাদের কাজের, ভাললাগার। কিন্তু যখন সংবর্ধনা অনুষ্ঠানে জয়িতা নির্ভীক কণ্ঠে জানায় ছবির গল্পের নায়িকা তার মা। সে বীরাঙ্গনার সন্তান। তখন সুজন ছেড়ে যায় জয়িতাকে। যেভাবে ৭১-এ ছেড়ে গিয়েছিল তার বাবা তার মাকে।


বাবা অথবা সুজন কি ক্ষমা চাইবে তাদের কাছে। এমনই একটি গল্প পুনশ্চঃ জয়িতা।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com