গায়ক খালিদের মরদেহ গোপালগঞ্জে, বাদ জোহর দাফন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১২:২৩
গায়ক খালিদের মরদেহ গোপালগঞ্জে, বাদ জোহর দাফন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আনোয়ার সাইফুল্লাহর মরদেহ গোপালগঞ্জে পৌঁছেছে ।


১৯ মার্চ, মঙ্গলবার ভোর ৪টায় তার মরদেহ গোপালগঞ্জ শহরের বাসায় এসে পৌঁছায়। জোহরের নামাজের পর গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের পুরাতন পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে খালিদকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন তার বড় ভাই মেজবাহ উদ্দিন আহসান।



এর আগে সোমবার রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে খালিদ আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তার লাশ গোপালগঞ্জে নিয়ে আসা হয়।


উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘সরলতার প্রতিমা’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’সহ অনেক জনপ্রিয় গানের এ গায়ক।


খালিদ আনোয়ার সাইফুল্লাহ ১৯৬৫ সালের ১ আগস্ট গোপালগঞ্জে জন্ম নেন। গানের জগতে যাত্রা শুরু ১৯৮১ সালে । ১৯৮৩ সালে যোগ দেন ‘চাইম’ ব্যান্ডে । একের পর এক হিট গানের গানের মধ্য দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে খ্যাতি অর্জন করেন তিনি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com