শিরোনাম
বৈশাখী টেলিভিশনে বৃহস্পতিবারের আয়োজন
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১৩:৫০
বৈশাখী টেলিভিশনে বৃহস্পতিবারের আয়োজন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’। এবারের অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেতা আল মনসুর। উপস্থাপনা পারিহা। প্রযোজনা পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টা ২০ মিনিটে।


বাংলা সিনেমা ‘মন দিওয়ানা’। প্রচারিত হবে সকাল ১০টা ৫০ মিনিটে। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। উপস্থাপনা বেনজির ইশরাত। প্রযোজনা শারমিন দীপ্তি।


ছোটদের জন্য জনপ্রিয় কার্টুন সিরিজ ‘নিনজা হাতুড়ি’। প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। লাইফস্টাইল শো ‘স্পট লাইট’। প্রতিদিনের রূপচর্চা, সাজসজ্জা, ফটোশুট, প্রসাধনীর দরদাম, নতুন নতুন পণ্যের খোঁজ নিয়ে সাজানো অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ৮টায়। উপস্থাপনায় হীরা, প্রযোজনা শাহ আলম ও শারমীন দীপ্তি।


ধারাবাহিক নাটক ‘লেডি গোয়েন্দা’। মূল ভাবনা টিপু আলম। নাট্যরূপ আরিফুর রহমান নিয়াজ। পরিচালনা ডি এ তায়েব। পর্ব পরিচালনা সাহেল সুমন ও সুখমন সুলতান। অভিনয়ে শাহরিয়ার নাজিম জয়, লামিয়া মিমো, শাহজালাল সবুজ, মিষ্টি মরিয়াম, মুক্তা, এলিজা অনুসহ আরও অনেকে। প্রচারিত হবে রাত ৮টা ৪৫ মিনিটে।


ধারাবাহিক নাটক ‘আমাদের হাটখোলা’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, তারিন, শাহানাজ খুশি, আ খ ম হাসান, সাজু খাদেম, আরফান আহমেদ, রুনা খানসহ আরও অনেকে। প্রচারিত হবে রাত ৯ টা ২০ মিনিটে।


বিজনেস বিষয়ক অনুষ্ঠান ‘বিজনেস বাংলাদেশ’। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, সফল উদ্যোক্তা, সামগ্রিক প্রচেষ্ঠা ও সীমাবদ্ধতা পাশ কাটিয়ে নানা অর্থনৈতিক সম্ভাবনার সাথে যারা জড়িত তাদের নিয়েই মূলত এই আয়োজন। প্রযোজনা রবিউল হাসান প্রধান। প্রচারিত হবে আজ রাত ১১ টায়।


বিবার্তা/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com