
অবশেষে মুখ খুললেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন বলিউডের এই তারকা দম্পতি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই প্রথম সন্তানের মুখ দেখবেন তারা।
২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানান, আগামী সেপ্টেম্বরেই তাদের সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে।
দীপিকার পোস্টে মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেড়নেকর, সোনম কাপুরসহ আরও অনেকে শুভকামনা জানিয়েছেন।
সম্প্রতি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) মঞ্চে খুব সচেতনভাবে শাড়িতে বেবি বাম্প লুকাতে দেখা গেছে দীপিকাকে। তাঁর শারীরিক পরিবর্তনও লক্ষ করেছেন অনেকে। মূলত এর পর থেকেই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল; তাতে নিজেই ভিত্তি দিলেন দীপিকা।
এর আগে গত জানুয়ারিতে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন আমরা পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব। আমাকে আর রণবীরকে বাড়িতে খুব সাধারণ হিসেবেই দেখা হয়। আমাদের সন্তানকেও একইভাবে বড় করতে চাই।’
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। অবশেষে ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]