
অনেকদিন ধরেই পরম-পিয়ার মতোই অনুপম-প্রস্মিতা প্রেমের গুঞ্জন নিয়ে কানাঘুষা চলছিল। সেই গুঞ্জনকে সত্যি করেই আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের তারকা শিল্পী জুটি। ইতোমধ্যেই নিজেদের বিয়ের খবর স্বীকার করেছেন অনুপম-প্রস্মিতা।
জানা গেছে, গানের সূত্র ধরেই আলাপ তাদের। প্রস্মিতার কথা বলতে গিয়ে অনুপম আনন্দবাজারকে জানান, আমাদের একটা গানের দল রয়েছে, সেখানে সহকর্মীদের যেভাবে চিনতাম, ওকেও (প্রস্মিতা) সেভাবেই চিনতাম। বিচ্ছেদের পরই সম্পর্কটা এগিয়ে যায়। আর বিয়ের কথা অতি সম্প্রতি ভেবেছি। আমরা দুজনেই বিয়েতে বিশ্বাসী।
এদিকে প্রস্মিতা বলেন, গত ১ বছর হল আমাদের সম্পর্কটা গড়ে উঠেছে। আমাদের একে অপরকে ভালোই লাগত। তাই ভাবলাম, বিয়ের কথা ভাবা যেতে পারে। আমার পরিবার এই বিয়েটা খোলা মনেই নিয়েছে। একা বিয়ের সিদ্ধান্ত নেয়া যায় না। দুই পরিবার মিলেই বিয়ের ঠিক করেছেন।
জানা গেছে, খুব ছিমছাম ভাবে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে বসবে অনুপম-প্রস্মিতার বিয়ের আসর। বিয়েতে অনুপম রায় পরবেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পাঞ্জাবি। আর প্রস্মিতা পরবেন বেনারসি। বিয়ের এই জুটির পরিবার, খুব কাছের আত্মীয়, বন্ধুরাই আমন্ত্রিত থাকবেন। টলিউড ইন্ডাস্ট্রি থেকে অতিথির তালিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, জয় সরকার, লোপামুদ্রা মিত্র, সৃজিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। হবু দম্পতির পছন্দ অনুসারে বিয়ের মেনুতে থাকছে বাঙালি খাবার।
এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে বিয়ে, দ্বিতীয়বার পিয়া চক্রবর্তীকে বিয়ে, আর এবার প্রস্মিতা হতে চলেছেন অনুপমের তৃতীয় স্ত্রী।
অন্যদিনে প্রস্মিতা পালের এটা দ্বিতীয় বিয়ে। প্রথমবার শৌনক নামে এক চিকিৎসককে বিয়ে করেছিলেন প্রস্মিতা। তবে ৪ মাসের মাথায় সেই বিয়ে ভেঙে যায়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]