
ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই।
২৬ ফেব্রুয়ারি, সোমবার ৭২ বছর বয়সে সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তার মেয়ে নয়াব উদাস ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই বিখ্যাত গায়ক।
১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে জন্মেছিলেন গায়ক পঙ্কজ উধাস। ১৯৮০ সালে ‘আহট’ নামের একটি গজলের অ্যালবাম প্রকাশের মাধ্যমে গজলের জগতে পরিচিত হন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের সঙ্গীত জগতে একটি উল্লেখযোগ্য নাম হয়ে ওঠেন। সঞ্জয় দত্ত অভিনীত ১৯৮৬ সালের মুক্তি পাওয়া ছবি ‘নাম’-এর “বড়ে দিনো কে বাদ/ হম বে বসনে কো ইয়াদ…” সঙ্গীতপ্রেমী যে কোনও ভারতীয়র চোখের কোণে জল এনে দিয়েছে এবং এখনও দেয়। এরপর তার সঙ্গীত জীবনে তিনি একটির পর একটি গজলের অ্যালবাম প্রকাশ করেছেন। লাইভ কনসার্টে অংশ নিয়েছেন। ২০০৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে।
৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি ছবির গানে আশির দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি পিয়া করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনে দাগ কাটে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]