
সম্প্রতি পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক বেছে নিয়েছেন নতুন জীবনসঙ্গী। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অলরাউন্ডার।
সেদিক থেকে, শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ বেশ পুরোনো খবর। তবে এবার নতুন কিছুর ইঙ্গিত দিয়েছেন সানিয়া মির্জা। সানিয়ার এক পোস্ট ঘিরে কেউ কেউ রহস্য খুঁজছেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় সানিয়ার দেওয়া একটি ছবি ও ক্যাপশন ঘিরেই জল্পনা বাড়ছে। সিল্কের গোলাপি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে একটি পোস্ট দিয়েছেন তিনি।
সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুই সম্ভব’।
অনেকের ধারণা, শোয়েব অধ্যায়ের স্মৃতি মুছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন সানিয়া। ভারতীয় টেনিস তারকার এমন সিদ্ধান্তকে কুর্নিশও করছেন অনেকেই।
একজনের মন্তব্য, আপনি ঠিক সেই কাজটাই করছেন, যেটা একজন অসৎ মানুষের সঙ্গে করা উচিত।
আরেক আবার বলেছেন, ঠিকই বলেছেন। চাইলে সবকিছুই সম্ভব।
এদিকে, সানার সঙ্গে শোয়েব মালিকের বিয়ের পর সানিয়া আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও তার (সানিয়া) পরিবার থেকে এক বিবৃতিতে পাকিস্তানি তারকাকে নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।
সেই বিবৃতিতে বলা হয়, সানিয়া সবসময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালের এপ্রিলে ভারতীয় খেলোয়াড় তার নিজ শহর হায়দরাবাদে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে। বছরখানেক ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন ঘিরে গুজব ও জল্পনা-কল্পনার চলছিল। তবে দু’পক্ষই ছিলেন নীরব। শোয়েব ৩৭ বছর বয়সী সানিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করলে এই গুঞ্জন আরও জোরদার হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]