শিরোনাম
‘আমার কাছে দেশ সবার আগে’
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:৫৫
‘আমার কাছে দেশ সবার আগে’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত দুই সপ্তাহ ধরে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খানের কাজ করা নিয়ে যে বিতর্ক চলছে। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন ছবির পরিচালক করণ জোহর। অবশেষে মুখ খুললেন পতিনি। জানালেন, তার কাছে দেশ সবার আগে।


মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টের মাধ্যমে এসব জানান তিনি। আরও বলেন, যখন ছবির শ্যুটিং করেছিলেন, তখন পরিস্থিতি একেবারে আলাদা ছিল। তাই ছবি মুক্তিতে যেন কোনও সমস্যা না তৈরি করা হয় সেজন্য অনুরোধ করেন।


করণের বক্তব্য, ‘আমাদের দেশ সব সময় প্রতিবেশী দেশের সাথে শান্তি বজায় রাখতে চেয়েছে। আমিও সেটাকে শ্রদ্ধা জানাই। কিন্তু এই ছবির পিছনে আমরা ৩০০জন পরিশ্রম করেছি। তাদের সকলের কথা ভেবে যেন ছবিটা রিলিজ করতে দেয়া হয়।’


তবে এই কয়দিনের বিতর্কে করণকে অনেকেই ‘দেশদ্রোহী’ বলেছেন। বলিউডেও মেরুকরণ স্পষ্ট। এ প্রসঙ্গে করণের মন্তব্য, ‘ইচ্ছে করেই এতদিন জবাব দিচ্ছিলাম না। আমাকে অ্যান্টিন্যাশনাল বলা হচ্ছে দেখলাম। খারাপ লেগেছে। আমার কাছে দেশ সবার আগে।’


দেশের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি করণ ওই ভিডিও’র মাধ্যমে বারবার আবেদন করেছেন, ছবির মুক্তিতে যেন বাধা না দেয়া হয়। এদিন তার প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশন্‌স’এর টিম নিরাপত্তা চেয়ে মুম্বই পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে। সাথে ছিলেন ‘ফক্স স্টার’এর পক্ষ থেকে মুকেশ ভট্ট এবং বিজয় সিংহ।


সিনেমা হলে ছবির প্রদর্শনে যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে এদিন নির্মাতারা পুলিশের সাহায্য চান। মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ অশোক দুধে তাদের আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমরা প্রয়োজনমতো যতটা সম্ভব নিরাপত্তা দেয়ার চেষ্টা করব।’


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com