আরিফিন শুভর ‘উনিশে এপ্রিল’
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২:৪৯
আরিফিন শুভর ‘উনিশে এপ্রিল’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কলকাতায় এর আগে ‘আহারে’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এবার সেখানে একটি আট পর্বের ওয়েব সিরিজে অভিনয় করলেন এই বাংলাদেশি অভিনেতা। নাম ‘উনিশে এপ্রিল’। সম্প্রতি সিরিজটির শুটিং শেষ হয়েছে। কলকাতার লোকেশনে টানা প্রায় ২০ দিনের শুটিং শেষ করে গেল মাসের শেষের দিকে দেশে ফিরেছেন তিনি।


কলকাতা শহরে সত্তরের দশকে সংঘটিত সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে ‘উনিশে এপ্রিল’। সত্য ঘটনা অবলম্বনে থ্রিলার ঘরানার এ সিরিজে একজন শিক্ষাবিদের চরিত্রে অভিনয় করেছেন শুভ। এই প্রথম তাঁকে এ ধরনের চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘যে মাধ্যমে যত কাজ করেছি, আগে এ ধরনের চরিত্রে কাজের সুযোগ আমার হয়নি। গল্প বেজড কাজটিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্র। এটি আমার জন্য দারুণ একটি কাজ হয়েছে।’


সিরিজটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। ২০১৮ সালে ‘বালি ঘর’ নামের তাঁর একটি ছবিতে আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল। সে সময় ঢাকাতে ছবিটির সংবাদ সম্মেলনেও এসেছিলেন এই পরিচালক। ছবিটির জন্য শুভ লুক সেটও করেছিলেন। কিন্তু কোনো কারণে ছবিটি আর হয়নি। শুভ বলেন, ‘বালি ঘর না হলেও তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কলকাতায় গেলে দেখা হতো, আড্ডা হতো। দারুণ একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে একবারও মনে হয়নি আমি ঢাকাতে নাই। কাজের সময় খুব আরাম করে কাজ করেন তিনি।’


ঢাকাই ছবির এই নায়ক আরও বলেন, ‘কাজটিতে থিয়েটারের বেশ কয়েকজন গুণী শিল্পী অভিনয় করেছেন। কাজের সময় সব শিল্পীকে অভিনয়ের জন্য জায়গা দেন অরিন্দম শীল। সব শিল্পীর ভাবনাকে মূল্যায়ন করেন।’


আরিফিন শুভ প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, ‘শুভর সঙ্গে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। শুভও চাচ্ছিল আমরা একটা কাজ করব। ‘বালি ঘর’ সব ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত হয়নি। এবার কাজ করা হলো। কাজটি করার জন্য আমি তাঁকে ফোন করেছিলাম, সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়। পরে শুনেছি, সে অন্য একটি সিনেমার শুটিং পিছিয়ে আমার এই কাজের শিডিউল দিয়েছে। সে আমার অনেক আদরের। মিষ্টি একটি ছেলে, অনেক ফ্রেন্ডলিও। চুপচাপ কাজ করে। প্রচণ্ড মেথড অ্যাক্টর সে। মাথা দিয়ে কাজ করতে চায়। তাঁর সঙ্গে কাজ করে ভালো লাগল।’


‘উনিশে এপ্রিল’ এপ্রিল ছবিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ ও সৌরসেনী। আরিফিন শুভ জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা আছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com