হলিউডের ‘বিলিয়ন ডলার হাইস্ট’ বাংলাদেশের রিজার্ভ চুরির গল্প
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১৭:২৩
হলিউডের ‘বিলিয়ন ডলার হাইস্ট’ বাংলাদেশের রিজার্ভ চুরির গল্প
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া রিজার্ভের অন্তত ৮ কোটি ১০ লাখ ডলার ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করতে সক্ষম হয়। সেখান থেকে ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে সেগুলো ব্যয় করা হয়। কিন্তু টাইপ করতে গিয়ে একটি বানান ভুলের কারণে তাদের সেই অবিশ্বাস্য হামলা প্রকাশ হয়ে পড়ে। তা নিয়ে তোলপাড় হয় বাংলাদেশসহ সারা দুনিয়া। আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।


হলিউডের ইউনিভার্সাল পিকচারস হোম এন্টারটেইনমেন্ট নির্মিত ‘বিলিয়ন ডলার হাইস্ট’ নামে প্রামাণ্যচিত্রে সেই ঘটনা এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। আগামী ১৫ আগস্ট প্রামাণ্যচিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ।


ডকুমেন্টারিটির ট্রেলারে দেখানো হয়েছে, কীভাবে একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরও অনেক অর্থ হাতিয়ে নেওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডকুমেন্টারিটি তৈরি করেছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট। পরিচালক ছিলেন ড্যানিয়েল গর্ডন। ডকুমেন্টারিটি মনে করিয়ে দেয় ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কতটা বাস্তব ছিল।


‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রে উঠে এসেছে কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয়। তারা সারা বিশ্বের মেসেজিং নেটওয়ার্ক ব্যাংকগুলোকে একে অপরের সঙ্গে ট্রান্সফার করে। এরপর তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে ফেলে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com