শিরোনাম
গানে গল্পে চিত্রনায়িকা কেয়ার জন্মদিন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৪৫
গানে গল্পে চিত্রনায়িকা কেয়ার জন্মদিন
ছবি: মোহসীন আহমেদ কাওছার
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুহাসিনী চিত্রনায়িকা কেয়ার জন্মদিন ছিলো গত ১২ অক্টোবর। জন্মদিনটি কেয়া নিজের মতো করে কাটালেও গত ১৫ অক্টোবর তার প্রিয় সহকর্মী, সাংবাদিক এবং বন্ধু বান্ধবদের আগ্রহে প্রযোজনা সংস্থা ‘মুভি প্লানেট মিল্পিমিডিয়া’ এবং এর কর্ণধার মো. ফরমান আলীর উদ্যোগে তার জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হয়।


রাজধানীর গুলশানের ক্যাপিটাল ক্লাবে কেয়ার জন্মদিনের আয়োজন করা হয়। এতে চলচ্চিত্রের নায়ক নায়িকা, নির্মাতা, প্রযোজক, কন্ঠশিল্পী এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



সন্ধ্যা ৭টায় বিবার্তা টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে কেয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভি মঈনুদ্দীন। এরপর একে একে সময় যতো গড়াতে থাকে ততোই আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিও বাড়তে থাকে।


একে একে কেয়াকে শুভেচ্ছা জানান বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মিজানুর রহমান হিরো, বিনোদন বিচিত্রার প্রকাশক সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান, চিত্রনায়ক সাইমন, চিত্রনায়ক আমান, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, বিপাশা কবির, তনুশা, তৃষ্ণা, কন্ঠশিল্পী পলাশ, রাফাত, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন, সাফি উদ্দিন সাফি, সিনিয়ার সিনেমাটোগ্রাফার তপন, বাবিসাস’র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আবুল হোসেন মজুমদার, আমাদের অর্থনীতির নিউজ এডিটর রিমন মাহফুজ, সিনিয়র প্রযোজক নাসির উদ্দিন দিলু, চলচ্চিত্র পরিচালক চন্দন চৌধুরীসহ আরো অনেকে।


সবার ফুলেল শুভচ্ছো, অভিনন্দন ও ভালোবাসায় আবেগাপ্লতু হয়ে পড়েন নায়িকা। কখনো কখনো আবেগে তার চোখের কোনে জমে উঠে পানি। আবার অনুষ্ঠানে সবার মাঝে হাসি ছড়িয়ে দিয়ে গল্পে গল্পে আনন্দে মেতে উঠেন তিনি।


বিবার্তার সাথে আলাপকালে কেয়া বলেন, ‘সবাই আমাকে এতো ভালোবাসে তা আজকের দিনটা না এলে হয়তো বুঝতে পারতাম না। শিল্পী, প্রযোজক, নির্মাতা এবং আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে এতোটা ভালোবাসেন, আজকের এই অনুষ্ঠানই যেন তার প্রমাণ। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সেইসাথে অনুষ্ঠানটি যার উদ্যোগ ছাড়া কোনোভাবেই করা সম্ভব হয়ে উঠতো না সেই মহান মানুষ ফরমান ভাইয়ের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।’


কেয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শুরুতেই মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন করেন এই প্রজন্মের আলোচিত কন্ঠশল্পী লুবনা লিমি। এরপর একে একে মঞ্চে আসেন পলাশ, রাফাত, শওকত আলী ইমন। তবে সবার মাঝে নতুন সঙ্গীতশিল্পী হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন চিত্রনায়ক সাইমন।


শওকত আলী ইমনের বিশেষ অনুরোধে শিল্পী রাফাতের সাথে সাইমন গেয়ে উঠেন চুমকি চলেছে একা পথে। গানে গানে মঞ্চ যখন মুখরিত তখন সবার অংশগ্রহণে অনুষ্ঠানস্থলের নানান জায়গার আড্ডাস্থলে কেয়া ঘুরে বেড়ান। আর সেসব মুহুর্ত ক্যামেরাবন্দী করেন মোহসীন আহমেদ কাওছার।


শওকত আলী ইমন কেয়াকে উদ্দেশ্য করে গেয়ে উঠেন ‘আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালা আর প্রাণে সহে না’। ইমনের সাথে তখন উপস্থিত সবাই গেয়ে উঠেন গানটি। সবার মধ্যমনি হয়ে এই গানে কেয়াও অংশ নেন। আর এভাবেই যেন আলোকিত হয়ে উঠে কেয়ার জন্মদিনের বিশেষ অনুষ্ঠান।


অনুষ্ঠানের শেষপ্রান্তে ঘোষণা আসে মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার কর্ণধার ফরমান আলীর পক্ষ থেকে। তিনি জানান, শিগগিরই কেয়া, সাইমন ও তনুশাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘শিরোনামে তুমি’। তবে রহস্য থেকে যায় নির্মাতার নাম নিয়ে। এটি কে নির্মাণ করবেন তা এখনো চুড়ান্ত হয়নি। এর আগে চিত্রনায়িকা কেয়া মুভি প্ল্যানেট থেকে ‘ভালোবাসার শত্রু’, ‘দিওয়ানা মাস্তান’ ও ‘মিশন শান্তিপুর’ চলচ্চিত্রে অভিনয় করেন।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com