থিয়েটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৮ দিনব্যাপী নাট্যোৎসব শুরু শনিবার
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৪
থিয়েটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৮ দিনব্যাপী নাট্যোৎসব শুরু শনিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

থিয়েটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয়-পর্বের নাট্যোৎসব ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মঞ্চে একযোগে অনুষ্ঠিত হবে।


শনিবার (৪ ফেব্রুয়ারি)। সকাল ১১টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাট্যোৎসবের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মঞ্চসারথী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান।


বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন প্রাবন্ধিক গবেষক গোলাম কুদ্দুছ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন নাট্যজন চন্দন রেজা, সেক্রেটারী জেনারেল (ভারপ্রাপ্ত), বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।


স্বাগত বক্তব্য প্রদান করবেন নাট্যজন প্রদীপ বণিক, আহবায়ক সুবর্ণজয়ন্তী উৎসব থিয়েটার। ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটারের সাধারণ সম্পাদক, অশোক রায় নন্দী। অনুষ্ঠানের সভাপতি ড. নিলুফার বানু, সভাপতি, থিয়েটার।


অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টস্-র শিল্পীবৃন্দ।


৮ দিনব্যাপী প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার একযোগে তিনটি মঞ্চে ঢাকা ও ঢাকার বাইরের মোট ২২টি নাট্যদলের ২২টি নাটক প্রদর্শিত হবে।


বিবার্তা/সানজিদা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com