শিরোনাম
বাংলাদেশী শরণার্থী তাপসী পান্নু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১১:০২
বাংলাদেশী শরণার্থী তাপসী পান্নু
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তবে ইতিমধ্যে বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। সম্প্রতি ‘পিংক’ সিনেমায় চমৎকার অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছে নায়িকা। আগামী ছবিতে তাকে দেখা যাবে বাংলাদেশী শরণার্থীর ভূমিকায়।


হ্যাঁ, তাপসীর পরবর্তী ছবির নাম ‘গাজী’। আর এ ছবিটিতেই বাংলাদেশী শরণার্থীর চরিত্রে অভিনয় করবেন তিনি। গাজী সিনেমাটি পরিচালনা করবেন সংকল্প রেড্ডি। এটি তার প্রথম সিনেমা।


নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে তাপসী বলেন, ‘এই সিনেমায় অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটি ভারতের প্রথম সাবমেরিন সিনেমা এবং পিএনএস গাজী সাবমেরিনের ডুবে যাওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।’


ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে ২৯ বছর বয়সি এ অভিনেত্রী বলেন, ‘আমি একজন বাংলাদেশী শরণার্থীর ভূমিকায় অভিনয় করছি। বর্তমানে সিনেমাটির গ্রাফিক্সের কাজ চলছে। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।’


পিএনএস গাজী একটি পাকিস্তানি সাবমেরিন। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এটি লিজ নেয় পাকিস্তান। ১৯৭১ সালে বঙ্গোপসাগরে এটি ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী দাবি করেছিল আইএনএস রাজপুত এটি ধ্বংস করেছিল। এতে আরও অভিনয় করছেন রানা দাগ্গুবতী, কে কে মেনন, রাহুল সিং প্রমুখ।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com