শিরোনাম
সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত ভারতের দক্ষিণী নায়িকারা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ০৯:১১
সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত ভারতের দক্ষিণী নায়িকারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের দক্ষিণের নায়িকারা বেশ দাপুটে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ব্যাপক জনপ্রিয় অভিনেত্রীরা মোটা অঙ্কের অর্থও কামিয়ে নেন। এখানে দেখে নিন, ২০১৫ সালের সবচেয়ে ধনী ও সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত দক্ষিণী নায়িকাদের টপ টেন তালিকা।


১০. এ তালিকার দশ নম্বরে রয়েছেন সামান্থা রুথ। প্রতি সিনেমাতে নেন ৭০ লাখ রুপি। এ ছাড়া মডেলিং এবং টেলিভিশন শো থেকে নিয়মিত কামাচ্ছেন।


৯. এগিয়ে আছেন শ্রুতি হাসান। কমল হাসানের মেয়ে তার সৌন্দর্য দিয়ে সবার মনে স্থান করে নিয়েছেন। প্রতি ছবিতে নেন ৭০-৭৫ লাখ রুপি। এ ছাড়া মডেলিং এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে তো অর্থ আসছেই।


৮. সেরা দশের তালিকায় আছেন প্রিয়ামনি। একেক ছবি করেন আর পারিশ্রমিক নেন ৭০-৭৫ লাখ রুপি। তামিল ও তেলেগু ছবিতে তার প্রতাপ ছড়িয়ে রয়েছে। মডেলিং ও টেলিভিশন শো থেকেও পয়সা আসে তার।



৭. আরেক ধনী নায়িকা হানসিকা মতওয়ানি। টেলিভিশনে সেই শিশুকাল থেকে অভিনয় শুরু করেন। প্রতি ছবিতে নেন ৮০ লাখ রুপি। অন্যান্য খাত থেকে তো উপার্জন আসেই।


৬. দক্ষিণের সবচেয়ে ধনী নায়িকাদের একজন ত্রিশা কৃষ্ণান। মেধাবী অভিনেত্রী হিসাবে নাম কামিয়েছেন। প্রতি ছবিতে ৮০ লাখ থেকে এক কোটি রুপি নেন। এ ছাড়া কমার্শিয়াল ও টেলিভিশন শো থেকেও অর্থ আসে তা।


৫. রূপসী কাজল আগারওয়াল রয়েছেন ৫ নম্বরে। তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেন। বলিউড মুভিতেও দেখা যায় তাকে। প্রতি ছবির জন্য নেন এক কোটি ২০ লাখ রুপি।


৪. কাজলকে ছাড়িয়ে গেছেন শ্রেয়া স্মরণ। প্রতি ছবিতে নেন দেড় কোটি রুপি। কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। দক্ষিণ ভারতে দারুণ জনপ্রিয় নায়িকা।


৩. প্রথম তিনের তালিকায় আছেন তামান্না ভাটিয়া। উচ্চ পারিশ্রমিকে কাজ করেন। প্রতি সিনেমার জন্য নেনিএক কোটি ৭৫ লাখ রুপি। কিছু শীর্ষস্থানীয় ব্যানারে কাজ করেন নিয়মিত।



২. দ্বিতীয় স্থানে আছেন জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি। তেলেগু ছবিতে অভিষেক ঘটে। প্রতি ছবিতে নেন ২-৩ কোটি রুপি। প্রথম ছবি থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি।


১. শীর্ষে আছেন নয়নতারা। আসল নাম ডায়ানা মারিয়াম কুরিয়ান। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। প্রতি ছবিতে নেন আড়াই থেকে তিন কোটি রুপি। তাকে দক্ষিণের সবচেয়ে লাস্যময়ী নায়িকা বিবেচনা করা হয়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com