শিরোনাম
অজানা নায়কদের জন্য স্বীকৃতি চাইবেন জন আব্রাহাম
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ২১:৫২
অজানা নায়কদের জন্য স্বীকৃতি চাইবেন জন আব্রাহাম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছবি প্রচারের অভিনব পন্থা অবলম্বন করতে চলেছে ‘ফোর্স ২’-এর শিল্পীরা। মূল অভিনেতা জন আব্রাহামসহ ছবির কলাকুশলী এবং নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন দেশের অজানা নায়কদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন। একইসঙ্গে, তাদের স্বীকৃতির জন্য আবেদনও জানাবেন।


জানা গেছে টিম ‘ফোর্স ২’ রাজধানীর অমর জওয়ান জ্যোতিতে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজেদের দাবি পেশ করবেন। অজানা নায়কদের স্বীকৃতিদানের আবেদন করবেন রাষ্ট্রপতির কাছে। পাশাপাশি, জনমনে সৈনিকদের বিষয়ে চেতনা গড়ে তুলবেন।


জন আব্রাহাম জানান, আমাদের দেশে বহু এমন অনেক শহিদ রয়েছেন, যারা জীবিত অবস্থায় দেশের হয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। অথচ, তাদের নাম কেউ শোনেইনি বা তাদের নাম ভুলে গেছে।


অজানা নায়কদের প্রসঙ্গে এই অভিনেতা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এরা সকলেই নিজেদের জীবনকে দেশের জন্য বাজি রেখেছিলেন এটা না ভেবে যে তাদের এই বলিদান কোনো দিন স্বীকৃত হবে কি না। এই সকল সৈনিকদের নিয়ে উৎসব না করলেও অন্তত তাদের প্রাপ্য স্বীকৃতি দিতে হবে।


তাদের নতুন ছবি ‘ফোর্স ২’ এই সকল অজানা সৈনিকদের সত্যঘটনা অবলম্বনে অনুপ্রাণিত বলেও তিনি জানান।


বিবার্তা/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com