শিরোনাম
ইয়ং লিডার্স প্রোগ্রামের লোগো উন্মোচন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৭:৩৭
ইয়ং লিডার্স প্রোগ্রামের লোগো উন্মোচন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেধাবী শিক্ষার্থী ও ইয়ং প্রফেশনালদের সোনালী ভবিষ্যৎ তৈরিতে চ্যানেল আইয়ের নতুন অনুষ্ঠান ‘ইয়ং লিডার্স প্রোগ্রাম’। গত ৩ বছরে চ্যানেল আই ৩০টি আন্তর্জাতিক স্কলারশিপ দেবার পর দেশের সকল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং ইয়ং প্রফেশনালদের নিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হলো।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, অধ্যাপক ড. কামরুল হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, অধ্যাপক এ কে এম নুরুন নবী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, ইয়ং লিডার্স প্রোগ্রাম-এর প্রকল্প পরিচালক ফারজানা ব্রাউনিয়া প্রমুখ।


লোগো উন্মোচন অনুষ্ঠানের শেষে অতিথিদের অংশগ্রহণে গত ৩ বছরের বিজয়ীদের সাথে নিয়ে একটি কেক কাটা হয়। অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে আগামী ২৫ অক্টোবরের মধ্যে ভিজিট করতে হবে www.ylpchi.com ওয়েবসাইটে।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com