শিরোনাম
‘শেফালী’ নামে শশী
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৩:৩৭
‘শেফালী’ নামে শশী
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শারমীন জোহা শশীর মিডিয়াতে অভিষেক হয়েছিলো একজন লাক্স তারকা হিসেবে। এরপর তিনি যে কাজটি করে দর্শকের মনে গেঁথে যান তা হলো কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’। এতে শশী টুনি চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসিত হন। এরপর শুরু হয় নাটকে শশীর যাত্রা। সেই ধারাবাহিকতায় শশী অভিনয় করেছেন ‘শেফালী’ নামের একটি ধারাবাহিকে নাম ভূমিকায়।


প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক নাটকটি। নাটকের গল্পে- গ্রামের কৃষক বাবা-মায়ের একমাত্র মেয়ে শেফালী। গ্রামের হানিফ নামের এক ছেলের সাথে তার ভালোবাসার সম্পর্ক। হানিফ শেফালীর বাবার সাথে জমি চাষ করে আর বিভিন্ন গ্রামে হাডুডু খেলে বেড়ায়।


এদিকে, গ্রামের দুশ্চরিত্র মধ্যবয়স্ক চেয়ারম্যানের নজর পড়ে শেফালীর ওপর। সে হানিফ আর শেফালীর সম্পর্ক মেনে নিতে পারে না। হানিফকে গ্রাম থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। অন্যদিকে, চেয়ারম্যানের শারীরিক প্রতিবন্দী ছেলে উজ্জ্বলও শেফালীকে পছন্দ করে। কিন্তু বাবার চোখ রাঙানির কাছে হার মানে সে। এক পর্যায়ে শেফালীর মাকে পটিয়ে ফেলে চেয়ারম্যান। অর্থ-বিত্ত আর ক্ষমতার কথা ভেবে চেয়ারম্যানের কাছে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যান শেফালীর মা। কিন্তু তার বাবা প্রতিবাদ করে- এভাবেই এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘শেফালী’।


আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন শ্যামল মওলা, শামীম জামান, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শেলী আহসান প্রমুখ।


এতে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, ‘বলা যেতে পারে এই সময়ে আমার অভিনীত খুউব ভালোলাগার একটি ধারাবাহিক। এতে আমি শেফালী চরিত্রে অভিনয় করছি। খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র। নাটকটি প্রচারের পর থেকে বেশ সাড়া পাচ্ছি আমি। অনেক কৃতজ্ঞ নির্মাতা অরুণ ভাইয়ের কাছে।’


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com